ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে যৌথ পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ মে ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড-র‌্যাবের যৌথ পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মূল্যর১লাখ২০হাজার পিস ইয়াবা ও ৫০লিটার দেশীয় মদসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়।
সোমবার(৫মে)সকালে উপজেলার হাবিরছড়া উত্তর লম্বরী ও মেরিন ড্রাইভ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন,সাইফুল ইসলাম (২০)ও আব্দুল করিম (৩২)তারা সকলে টেকনাফ থানার বাসিন্দা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।
তিনি বলেন,সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে
কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে  হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় এক সন্দেহজনক মোটর সাইকেল আরোহীকে তল্লাশী করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ৩কোটি ৬০লাখ টাকা মূল্যের১লাখ২০হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম(২০)কে আটক করতে সক্ষম হয়।এসময় মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এছাড়া অপরদিকে একইদিন কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়২০হাজার টাকা মূল্যের ৫০লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ আব্দুল করিম(৩২)কে আটক করা হয়।অভিযান চলাকালীন মাদক পাচারকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পা কেটে যায়।আভিযানিক দল কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সেই মাদক পাচারকারী চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত মোটর সাইকেল,ইজিবাইক ও মাদকদ্রব্যসহ আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
20 Views

আরও পড়ুন

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০

জামালপুরে নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি 

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত