ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় হারুনুর রশিদ নামে এক ভূয়া পুলিশকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার(০৫এপ্রিল)রাতে হোয়াইক্যং সেনা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হারুন রশিদ কক্সবাজার সদর থানার স্টডিয়ামপাড়া (মহাজন পাড়া)এলাকার বাসিন্দা শফিউল আলমের ছেলে।
রবিবার(০৬এপ্রিল)এবিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান,শনিবার সন্ধ্যায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হোয়াইক্যং সেনা ক্যাম্পে গিয়া এক লোককে আটক দেখতে পায়।জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি শনিবার সাড়ে১১টার দিকে হেলাল উদ্দিন(৩০)কাছ থেকে গোয়েন্দা শাখার প্রশাসনের লোক পরিচয় দিয়ে জানান যে তুমি অবৈধ ভাবে চায়ের দোকান কর মর্মে বলিয়া তোমাকে১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। তখন চায়ের দোকানদার হেলাল উদ্দিন নগদ২হাজার টাকা উক্ত ব্যক্তিকে প্রদান করেন।এরপর ঐ ব্যক্তিকে ডিজিএফআই এর সাজ্জাত হোসেন ঘটনা স্থলে এসে চ্যালেঞ্জ করলে সে কোন সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে এবং অতিরিক্ত সেনা সদস্য দিয়ে ক্যাম্পে নিয়ে যায়।পরবর্তীতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মোঃমোজাহারুল ইসলাম সেনা ক্যাম্পে যায়। ক্যাম্প কমান্ডার আবু সাইদ স্যার এর উপস্থিতিতে ধৃত ব্যাক্তির কাছে থাকা একটি ওয়াকিটকি,একটা মাউথ স্পিকার,একটা মাউথ স্পিকার যাহার গায়ে C NewsHDলেখা আছে,একটি বাটন ফোন ও একটি আইডি কার্ডসহ ধৃত আসামিকে হেফাজতে গ্রহণ করেন।
তিনি আরও জানান,আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।