ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে ডগ‘বার্লিন’মাদক শনাক্ত যাত্রীর লুকানো অবস্থায়৫০০পিস ইয়াবাসহ মোঃসানি হোসেন(৪০)নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।শুক্রবার(১০অক্টোবর)সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক সেই বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি এলাকার আলী হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,শুক্রবার(১০অক্টোবর)সন্ধ্যায় দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস(ইউরো কোচ,ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪)নিয়মিত তল্লাশির জন্য থামায়।বাসে তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ’বার্লিন’নির্দিষ্ট যাত্রীর শরীরে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়।বিজিবি সদস্যরা ঐ যাত্রীর সীটে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায়৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এবং মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে।