ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা,একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ধারালো কিরিচ জব্দ করা হয়েছে।এ ঘটনায় বিজিবি তিন সদস্য আহত হয়েছে।নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা সুলতান আহম্মেদের ছেলে আবুল হাসিম (২৫)একই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে নুর কামাল (১৯)।শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে লম্বাবিল এলাকায় প্রবেশ করবে।এমন গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।এ সময় একটি নৌকাকে থামানোর সংকেত দিলে নৌকা থেকে লাফ দিয়ে দুই পাচারকারী পালনোর চেষ্টা করে।ধাওয়া করলে তারা বিজিবি-র উপর গুলি চালায়।এসময় বিজিবি তিন সদস্য আহত হয়।আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে ৮ থেকে ১০ মিনিট ধরে গুলি বিনিময় হয়।পাচারকারীরা গুলি চালিয়ে নৌকা নিয়ে পালিয়ে যায়।তিনি আরো বলেন,পরে ওই এলাকায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।পরে সেখানের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে দেড় কোটি টাকার মূল্য মানের ৫০হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ কিরিচ উদ্ধার করা হয়। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানে আলম বলেন,দুই রোহিঙ্গার শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। আহত তিন বিজিবি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
135 Views