ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে৬০লাখ টাকা মূল্যের২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।এসময় রোহিঙ্গাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(৬মে)ভোর৪থেকে বিকাল৩টায় সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র ও কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়ার মৃত: সোনা মিয়ার ছেলে কেফায়েত উল্লাহ(৩০)ও উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত:সাকের আহমেদের ছেলে জাহেদ হোসেন(৩২)।
মঙ্গলবার সন্ধ্যায় এবিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি বলেন,মঙ্গলবার(৬মে)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে
কোস্টগার্ড বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের ট্রলার তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়৩০লাখ টাকা মূল্যের১০হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
এছাড়া অপরদিকে বিকালে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়৩০লাখ টাকা মূল্যের১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড২৪ঘন্টা টহল জারি রেখেছে।যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে।মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।