ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পদ্ধতিগত মৎস্য,সমুদ্র সম্পদ আহরণ ও সংরক্ষণ’বিষয়ক এক এডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়েছে।(৩১অক্টোবর)বৃহস্পতিবার বেলা১১টার দিকে উপজেলা মিলনায়তনে ইউএন এইচসিআর এর আর্থিক সহায়তায় সেন্টার ফর ন্যাচারালরিসোর্স স্টাডিস(সিএনআরএস)ইম প্রুভড ন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড পিচফুল কোএকজিসটেন্স ফর রিফিউজিস এন্ডহোস্ট কমিউনিটিস প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সিএনআরএস লাইভলী হুড অফিসার শাহ কামাল হোসেনের সঞ্চালনায় কর্মশালার সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা মো:দেলোয়ার হোসেন,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল হাসান।উপস্থিত ছিলেন,উপজেলার মৎস্য অফিসের ফিল্ড কর্মকর্তা শহিদুল আলম,উপজেলা কোঅর্ডিনেটর প্রিয়াল মুৎসুদ্দী।
এ কর্মশালায় উপজেলার মৎস্যজীবি,মাছ ব্যবসায়ি ও নৌকা মালিক সাতচল্লিশ জন অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন,মৎস্য ও সমুদ্র সম্পদ সংরক্ষণে মৎস্যজীবি তথা মাছের সাথে জড়িত সকল মানুষদের দায়িত্ববান হবার পরামর্শ দেওয়া হয়।তাছাড়া কি ভাবে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে সকল মানুষ উপকৃত হতে পারে সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় বন্ধ মৌসুম বাইশ দিন, সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ পঁয়ষট্টি দিন(২০শে মে হতে ২৩শে জুলাই)জাটকা আহরণ নিষিদ্ধ ৮ মাস (নভেম্বর হতে জুন)একই নিময় করা হয়েছে।মৎস্য সম্পদের উপর নির্ভরশীল মানুষের উপকারের জন্যই এবং সমুদ্র উপকূলীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও সমুদ্র সম্পদ সংরক্ষণ অতিব জরুরী।মৎস্য জীবিরা মাছ ধরা বন্ধের সময় তাদের পরিবারের জীবন জীবিকার সমস্যার কথা তুলে ধরে বলেন সেই সময় মৎস্য জীবিদের সহায়তা প্রদানের দাবী তুলে।
উপজেলা নির্বাহী অফিসার এমন একটি সময় উপযোগী কর্মশালা আয়োজনের জন্য সিএনআরএস কে ধন্যবাদ জানান।আরো বলেন,সমুদ্র সম্পদ একটি অফুরন্ত সম্পদ যদি আমরা তা সংরক্ষণ করতে পারি তাহলে দিনকে দিন তা বেড়েই যাবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।প্রাকৃতিক সম্পদ যেমন তেল উত্তোলন করতে করতে এক সময় শেষ হবে কিন্তু সমুদ্র সম্পদ যদি আমরা দায়িত্বশীল ভাবে’আহরণ ও সংক্ষণ করতে পারি তাহলে তা কোন দিন নিঃশেষ হবে না।নিষিদ্ধ জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকল মৎস্যজীবিদের উৎসাহিত করেন।মাছ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং এনজিওর সহযোগীতায় একটি কোল্ডস্টোরেজ স্থাপনের পরামর্শ দেন।রিফিউজিস এন্ড হোস্ট কমিউনিটিস প্রকল্পের মাধ্যমে উপজেলার স্থানীয় জনগনদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরেন।সিএনআরএস৫০জন দারিদ্র মৎস্যজীবিকে আয়মূলক উপকরণ হিসেবে ৫০টি ঝাকি জাল,২০টি পুকুরে মাছ চাষের উপকরণ(পোনা,খাদ্য) ও কারিগরি সহায়তা করেছে বলে উল্লেখ করেন।এছাড়া সিএন আরএস এর এই প্রকল্পের উদ্যোগে টেকনাফ উপজেলায় প্রথম বারের মত একটি মাছের নার্সারী স্থাপন করা হয়।