ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া টেকনাফ শাখার উদ্যোগে সংগঠন এর সদস্য দের পারিবারিক মিলনমেলা ” ফ্যামিলি ডে ” উৎযাপিত হলো। শতাধিক প্রতিনিধিদের পরিবার পরিজন নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করা হল। টেকনাফ ফারিয়া র সভাপতি আবদুর রহমান এর উদ্বোধনী বক্তৃতা ও সাংগঠনিক সম্পাদক আয়াছ উদ্দিন আবীর এর কোরান তেলাওয়াত এর মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। সিনিয়র সহসভাপতি সরোয়ার কামাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ম সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা ফারিয়া র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক নুরুল কবির , চট্টগ্রাম বিভাগের কার্যকরী সদস্য জামাল হোসাইন, মহেশখালী ফারিয়ার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল, কক্সবাজার সদর ফারিয়ার সাংগঠনিক সম্পাদক শামিম উদ্দিন, সদস্য মাজেদুল হাকিম, টেকনাফ ফারিয়া র সহসভাপতি মিরাস উদ্দিন, সহসভাপতি খালেক সর্দার, জয়েন্ট সেক্রেটারি আজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাশেল হোসেন দীপু, প্রচার সম্পাদক ওসমান গনি প্রমুখ। অন্যদিকে খেলাধুলা সম্পাদক দিদারুল আলম দানু মাঠ থেকে বাশিতে ফু দিয়ে বাচ্চাদের মাঠে ডাকেন। শুরু হয় বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, আলু কুরানো, কবিতা ও ছড়া আবৃতি। এতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে খেলার মাঠকে প্রানবন্ত করে তোলে। পরপরই শুরু হয় পুরুষদের ক্রিকেট, ফুটবল, মোটরসাইকেল রেস, ফুটবল জাম্প, বস্তা দৌড়, পাতিল ভাংগা ও মহিলাদের বালিশ খেলা। সকলের অংশগ্রহনে জমে উঠে খেলাধুলা পর্বটি। এই পর্ব পরিচালনায় আরও যারা সহযোগিতা করেছেন রাশেল হোসেন দীপু .পরে র্যফল ড্র অনুষ্ঠানে পরিচালনা করেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান । সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সভাপতি আবদুর রহমান এর মিসেস জনপ্রতিনিধি মিসেস শাহানা রহমান এর সংবর্ধনা প্রদান করা হয়। আগামী ফ্যামিলি ডে এর আগাম নিমন্ত্রনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় টেকনাফ ফারিয়া র বিগত বছরের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এবং প্রানবন্ত ফ্যামিলি ডে ।