মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনসাধারণ এবং আন্দোলনে শহীদ পরিবারের সাথে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল।
আজ মঙ্গলবার সন্ধায় পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আরিফিন সিদ্দিকী বুলবুলের সঞ্চালনয় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন দিপু দেওয়ান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, টঙ্গী কলেজ ছাত্রদল নেতা এম এইচ আরিফ, ইমতিয়াজ আহমেদ সিজান, ছাত্রনেতা রাতুল সিকদার অমি,মোতাবেল,শাহিন,ফরহাদ,তানভীর, সাদি,হৃদয়, বাদশা, সাঈদ প্রমুখ।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।