ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জৈন্তাপুরে শিক্ষক উৎপল কুমার কে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত।

প্রতিবেদক
admin
৪ জুলাই ২০২২, ২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি :

আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে বিভিন্ন শিক্ষক সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জৈন্তাপুর বাস স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে শিক্ষকদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এমনকি হত্যা করা হচ্ছে, তাতে আমরা প্রতিনিয়ত শঙ্কায় থাকি। এভাবে চলতে থাকলে হয়তো আমরাও হামলা বা হত্যার শিকার হবো। তাই অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে আমরা সম্মান নিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেদের নিয়োজিত রাখতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে শিক্ষককে লাঞ্ছিত করার সাহস না পায়।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকেরা যখন ছাত্রদের হামলার আতঙ্কে থাকেন, তখন পাঠদান ব্যাহত হয়। তাই সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। এসময় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সাম্প্রদায়িকসহ সব অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট মহানগর এর সভাপতি অজয় কুমার রায়। বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের উপস্থাপনায় বক্তব্য রাখেন জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক খসর নোমান, সহকারী অধ্যাপক নন্দন দত্ত, সহকারী অধ্যাপক নুরুর রহমান, বাকবিশিস সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক শাখাওয়াত হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জি আর দাস কাজল, প্রভাষক ক্ষিতিশ চন্দ্র দাস, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রভাষক অলকেশ দে, রফিকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, বামাশিপ্রপ সিলেট জেলার সভাপতি নাজির আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট সুপারিনটেনডেন্ট হেলাল আহমদ, সেন্ট্রাল জৈন্তা হাই স্কুলের সিনিয়র শিক্ষক রবীন্দ্র চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক প্রজনেন্দ্র নম, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবী নাথ, জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষিকা পূর্ণিমা অধিকারী, সহকারী শিক্ষক পপি রায়, জৈন্তা দারুস সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষক রহমত আলী, আনোয়ার সাদিক রফিক আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিজন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক ফখরুল আলম,রিন্টু পাল সহ আরো অনেক।

আরও পড়ুন

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট