ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষকসহ নিহত ৩

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষক ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৬টায় জামালপুর পৌর শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন— বেলটিয়া কামিল মাদরাসা সহকারি শিক্ষক মাও. মোস্তাফিজুর রহমান (৫৫), মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়া এলাকার ইজিবাইক চালক রোকন মাহমুদ (৪৫) ও একই উপজেলার শেখ সাদী এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টিউবওয়েলপাড় মোড়ে জামালপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে ও চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রোকন মাহমুদ মারা যান। ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হওয়ায় বেলটিয়া মাদরাসার শিক্ষক মাও. মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যেই তিনি মারা যান। এছাড়া জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি এবং চালককেও আটক করা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

281 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা