ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জলমহালে নৌকা ডুবিরপর বাড়ি থেকে আওয়ামী লীগ নেতার ছেলের বন্ধুর লাশ উদ্ধার!

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ নভেম্বর ২০১৯, ২:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ :

জলমহালে নৌকা ডুবির পর সুনামগঞ্জের জামালগঞ্জে বাবুল মিয়া (৩৫) নামে জেলা আওয়ামী লীগের সহ সভাপতির ছেলের বন্ধুর লাশ বাড়ি হতে উদ্ধার করেছে পুলিশ!
সোমবার বেলা সোয়া ১১টায় উপজেলার উওর কামলাবাজ গ্রামে নিহতের বসতবাড়ি হতে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত বাবুল উপজেলার উওর কামলাবাজ গ্রামের হাজি ময়না মিয়ার ছেলে। তিনি স্ত্রী ছাড়াও শিশু সন্তান ও এক শিশু কন্যার জনক।,
সোমবার রাতে জামালগঞ্জ থানার ওসি মো.সাইফুল আলম বাবুলের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।,
এরপুর্বে সোমবার ভোররাতে থানা পুলিশকে না জানিয়ে উপজেলার হরিপুর মৎসজীবী সমবায় সমিতির নামে ইজারাপ্রাপ্ত সুন্দরপুর গ্রুপ জলমহালের ভোগ দখলে থাকা প্রভাবশারীদের প্ররোচনায় ভোররাতেই তরিগড়ি করে নিহত বাবুলের লাশ দাফনের জন্য তার নিজ বাড়ি উপজেলার উওর কামলাবাজ গ্রামে নিয়ে আসতে বাধ্য করা হয়।,
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৎসজীবী সমিতির আড়ালে উপজেলার প্রভাবশালী মহলের ভোগদখলে থাকা সুন্দরপুর গ্রুপ জলমহালে রবিবার রাতে জেলা আওয়ামীলীগ সহ সভাপতি রেজাউল করিম শামীমের ছেলে বাবুলের সাথে জলমহাল পাহাড়ায় বাবুলসহ ৭জন পাহাড়ায় ছিলেন।,
ঘটনার রাতে বাবুলের সাথে থাকা অন্যান্যরা থানা পুলিশ ও নিহতের পরিবারকে জানায়, রবিবার রাতে জলমহালে নৌকায় করে টহলকালীন সময়ে রাত ১১টা হতে সাড়ে ১১টার ভেতর হালকা বাতাসে নৌকা ডুবে গেলে তারা ৬ জন সাঁতরে তীরে উঠলেও বাবুল নিখোঁজ হয়ে যান।,
এরপর সাঁতরে তীরে উঠেন ৬ জন।,
রাত দেড়টার দিকে বাবুলের পরিবারে নৌকা ডুবির খবর জানানো হয়।,
ফজরের আজানের পর বাবুলের গ্রাম থেকে পরিবার ও স্বজনরা জলমহালে গিয়ে জাল ফেলে লাশ উদ্ধার করেন। এরপর জলমহালের ভোগদখলে থাকারাই লাশ বাড়ি নিয়ে যেয়ে দাফনের জন্য নানা প্ররোচনায় ও অদৃশ্য চাঁপ তৈরী করেন।,
এক পর্যায়ে জলমহালের সুবিধাভোগী প্রভাবশালী মহল নিহতের পরিবারকে ম্যানেজ করে থানা পুলিশকে না জানিয়ে কোন রকম ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা তদবীর চালায়।,
কিন্তু পুলিশের দায়িত্বশীলরা তাতে বাঁধ সাঁধলে যত বিপক্তি ঘটে।,
থানা পুলিশ নিহতের বাড়ি গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরীর পর বেলা সোয়া ১১টায় লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।,
জানা গেছে,ওই জলমহালটি স্থানীয় হরিপুর মৎসজীবী সমবায় সমিতির নামে ইজারা নিলেও পরোক্ষভাবে জলমহাল ভোগ ও শাসনে রয়েছেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি জামালগঞ্জের সাচনা বাজার ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমের ছেলে রেজওয়ান মোহাম্মদ সাদী ওরফে বাবু ও তার সহোদর ভাই পারভেজ সহ আরো কয়েক প্রভাবশালী।,
সোমবার রাতে নিহত বাবুলের বড় ভাই উপজেলার উওর কামলাবাজ গ্রামের বাসিন্দা বাদশা মিয়া তার ভাই বাবুলের লাশ উদ্ধারের ঘটনায় ভিন্নমত পোষণ করে বলেন, আমার ভাই ঘটনার রাতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীমের ছেলে বাবু তার সাথে জলমহালে থাকার জন্য নিয়ে যায়।, তিনি আরো বলেন, জলমহালে নৌকা ডুবির ঘটনা রাত ১১টা থেকে সাড়ে ১১টার ভেতর ঘটে থাকলেও আমাদের পরিবারকে রাত ১টার দিকে জানানো হয়। আমি ওই রাতে জলমহালে আমার ভাইয়ের সাথে থাকা বাবু ও ভজন তালুকদার ছাড়া অন্যদের চিনিও, এছাড়াও সেখানে আদৌ নৌকা ডুবির ঘটনা কীভাবে ঘটেছে তাও আপাতত আমি বা আমাদের পরিবারের কেউ বোধগম্য নই , তারপরও দেখি পুলিশী তদন্তে কী হয়।,
সোমবার রাতে জামালগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন লাশ মর্গে প্রেরণের তথ্য জানিয়ে বলেন, জলমহালে রবিবার রাতে বাবুলের সাথে বাবু,ভজন তালুকদার, নিত্য রায়, টুকু মানিক, শিপলু ও সামছু সহ ৭ জন ছিলেন।
সোমবার রাত পৌণে ৯টার দিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীমের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে রেজওয়ান মোহাম্মদ সাদী ওরফে বাবু ওই জলমহালের অংশীদার। নিহত বাবুল আমার ছেলের বন্ধু ছিলেন। ,

768 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ