অলিউর রহমান, স্টাফ রিপোর্টার ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রশাসনের সাঁড়াশি অভিযানে ১০টি মোটর সাইকেল আটক ও অনান্য মোটর সাইকেলে মামলা দেয়া হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটক মোটর সাইকেলগুলো থানায় নেয়া হয় ও অনান্য সাইকেলে মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়। রেজিষ্ট্রেশন, পারমিট, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারনে ১০টি মোটর সাইকেল আটক করা হয়। আটককৃত এসব গাড়ি থানা পুলিশের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মস্তফা, গোবিন্দগঞ্জ ট্রাফিক জোনের ইনচার্জ টিএসআই নূর আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ অভিযানে অংশ নেন।