আরফাত আরেফিন,টেরীবাজার, চট্টগ্রাম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বি এন পির মনোনীত মেয়র পদপ্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের সমর্থনে টেরীবাজারে গনসংযোগ করছেন ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান, মুজিবুর রহমান, আরশে আজীম আরিফ, মাইনুদীন শহীদ, হাজী রফিক, আলহাজ্ব ইদ্রিস, আবুল বশর, মোঃ ইলিয়াছ, ওসমান গনি, আবুল মুনসুর, আবু তাহের, আবদুল করিম, আসগর আলী, ফজল আহমদ, আলাউদ্দিন, কফিল, কামরুল,আব্বাস, বেলাল, জলিলসহ নেতৃবৃন্দ।
টেরীবাজারের বিভিন্ন স্থানে পথসভা ও মার্কেটে মার্কেটে ধানের শীষে ভোট দিতে ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের অনুরোধ জানান।