নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় স্বামীর নির্যাতন, মাদকাসক্ত আচরণ, গৃহস্থালি সম্পদ ভাঙচুর ও বিক্রি, বহিরাগত লোকজন দিয়ে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামিদা বেগম (৪৯) নামে এক গৃহবধূ।
জিডি সূত্রে জানা যায়, হামিদা বেগমের সঙ্গে তার স্বামী মো. শোয়াইবের বিয়ে হয় ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর। তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযোগে বলা হয়েছে, শোয়াইব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায় সময় মাতাল অবস্থায় স্ত্রী-সন্তানদের সঙ্গে অশালীন আচরণ, ঘরে ভাঙচুর, মালামাল বিক্রি এবং বহিরাগত লোকজন দিয়ে হামলার চেষ্টা করে আসছেন।
হামিদা বেগম অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তার স্বামী একজন ‘অজ্ঞাতনামা বার্মাইয়া নারী’কে ঘরে এনে অবৈধভাবে বসবাস করাতে শুরু করেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও তারা সমস্যার সমাধান করতে ব্যর্থ হন। এরপরও শোয়াইব গৃহস্থালির ছাগল, মুরগি, ধানসহ বিভিন্ন সম্পদ জোরপূর্বক বিক্রি করেন এবং প্রায়ই তাকে ও তার সন্তানদের হত্যা, কেটে ফেলা ও আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বামীকে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বললে তিনি মারধর ও হত্যার হুমকি দেন। প্রতিবেশীরা ঘটনাটি প্রত্যক্ষ করলেও ভয়ভীতির কারণে কেউ প্রতিবাদ করেননি।
নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে হামিদা বেগম থানায় জিডি করে আইনগত সহযোগিতা কামনা করেছেন।
চকরিয়া থানার ডিউটি অফিসার এএসআই দেবু মজুমদার জিডি গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।