নুরুল ইসলাম সুমন, চকরিয়াঃ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়ার ফুলছড়ি এলাকায় ৩০ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় নুরুল আজিম (৪২) নিহত হয়েছেন। তার ভাতিজি মোবিনা আক্তার (১৯) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আজিম মোটরসাইকেলে ভাতিজাকে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে একটি নোহা স্কয়ার তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন।
আহতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, নুরুল আজিমকে মৃত ঘোষণা করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান সুমন জানান, ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেছে। পুলিশ নোহা স্কয়ার ও ভিকটিমের মোটরসাইকেল হেফাজতে নিয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।