নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যোগদান করেন নেতাকর্মীরা। শনিবার উপজেলার সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও জননেতা সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনে চিরিঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হন বিএনপির প্রবীণ নেতা, সাবেক মেম্বার ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাফেজ।
এসময় বক্তারা বলেন,
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হউক” – তারেক রহমান
“প্রতিদিন সংগঠন, প্রতিদিন আন্দোলন” – সালাহউদ্দিন আহমদ
তারা আরও বলেন, বিএনপি চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সফল ও স্বার্থক করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হাফেজ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে চিরিঙ্গা ইউনিয়ন ও চকরিয়া উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি চকরিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।
ধানের শীষে ভোট দিন – এ আহ্বান জানান নেতৃবৃন্দ।