সাঈদী আকবর ফয়সালঃ কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শনিবার (৮ জুন) বিকেল ৩টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৮ হাজার বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সাংসদ মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ফাঁসিয়াখালী বন রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন প্রমুখ।
উল্লেখ্য: বৈলাম, বুদ্ধ নারকেল, লোহাকাঠ সহ বিপন্ন প্রজাতির চারা রোপন করেন অতিথিরা।