নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া পৌরসভার নবগঠিত ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগতম মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে আগস্ট (বুধবার) বিকেল ৩টায় সিস্টেম কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকরিয়া জনতা শপিং সেন্টারে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে পুরো শহরকে প্রকম্পিত করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন বক্তব্য রাখেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরেন এবং ছাত্রদলকে একটি আদর্শিক, সংগ্রামী ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “শহীদ জিয়ার আদর্শ আমাদের দিকনির্দেশনা। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্রদল সবসময় সামনের কাতারে থাকবে।”
এ সময় বক্তারা জুলাই যোদ্ধাদের স্মরণ করেন এবং চকরিয়ার মাটি থেকে শহীদ ওয়াসিমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। তারা বলেন, “শহীদ ওয়াসিম আমাদের গর্ব। তার রক্ত বৃথা যায়নি, যাবে না। আমরা তার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।”