Oplus_16908288
নিজস্ব প্রতিবেদকঃ
Oplus_16908288
Oplus_16908288
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য কক্সবাজারের চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৫ উদ্বোধন করা হয়েছে।
১৮ই আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো: গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ইফতেখার আহম্মেদ।
দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে, না-হয় অনেক দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। অনুষ্ঠানে স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ মোঃ আব্দুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ সাফল্য স্বীকৃতি স্বরুপ মোহাম্মাদ কাজল হোছাইন, চিংড়ি উৎপাদন সাফল্য স্বীকৃতি স্বরুপ মোঃ শহিদুল ইসলাম কে পুরষ্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছিল।