মাহবুবুর রহমান জিলানী, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন,
ছাত্রদল নেতা এম এইচ আরিফ, আদনান আল সাগর,মিনহাজ,কারিমুল্লা, বিজয়,সাদিম,ইমনসহ থানা ও কলেজ শাখা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নানা ধরনের পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন।