আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভারসহ নানা রকম কর্মসূচি পালন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা। এর মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসটি উপলক্ষে গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি গাইবান্ধা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে গাইবান্ধার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে গাইবান্ধা জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষন সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স, যুব সংগঠন নিবন্ধন সনদ, সফল আত্মকর্মীদের ক্রেস্ট বিতরণ করা হয়।
যুব উন্নয়ন কেন্দ্র গাইবান্ধার উপপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা গাইবান্ধা আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধা বিদ্রোহ কুমার কুন্ড, ডেপুটি কোঅর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্ধা ড. এ এম খালেদ।
এছাড়া বক্তব্য রাখেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষক, শাহাদাত হোসেন, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মুত্তাকিন জুয়েল, রিজিওনাল কো-অর্ডিনেটর ফ্রেন্ডশিপ মোঃ ইউনুস আলী, সমন্বয়কারী এসকেএস ফাউন্ডেশন আশরাফুল আলম, সফল আত্মকর্মী হোসনে আরা আক্তার সুরভী ও আমিনুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষক যুব উন্নয়ন অধিদপ্তর মোহাম্মদ আব্দুল বাছেত।