ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার খাসিয়ামারা
‎নদী বালুমহাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

‘খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই’

‎সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শাহজালাল কনস্ট্রাশনের খাসিয়ামারা বালুমহাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে পূর্ববাংলাবাজার ইউনিয়নের হকনগর বাঁশতলা শহীদ মিনার এলাকায় রেস্ট হাউসে এই সংবাদ সম্মেলন করেন তারা।


‎সংবাদ সম্মেলনে বক্তব‍্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান ও ইজারাদার হারুন অর রশিদ, ইজারাদার ও প্রবাসী মুর্শেদ আলম। 

‎এছাড়াও উপস্থিত ছিলেন ছাতকের ইজারাদার ছদরুল আলম সোহান,  দোয়ারাবাজার বোগলার জামাল উদ্দিন ও প্রবাসী রশিদ আহমদ, রোয়াব আলী, মনির মিয়া, আবু হানিফ, আনোয়ার হোসেন, নাসির মিয়া, শফিক মিয়া, আবিদ মিয়া প্রমূখ।


‎সংবাদ সম্মেলনে খাসিয়ামারা বালু মহালের ইজারাদারগণ বলেন, আমরা পহেলা বৈশাখ থেকে এক বছর মেয়াদে খাসিয়ারা নদী ইজারা এনেছি। এখন খাসিয়ারা নদী ভরাট হয়ে নাব‍্যতা হারিয়ে যাচ্ছে। তাই নদী নাব‍্যতা রক্ষা করতে হবে। এই জন‍্য নদী থেকে বালু উত্তোলন করা জরুরি প্রয়োজন। 


‎তারা বলেন, এই খাসিয়ামারা নদীর বালু মহাল সৃষ্টি হওয়ায় হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।


‎তারা বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক এই নদী পরিদর্শন করায় নদীর দুই তীরে স্থায়ী বেরীবাঁধ নির্মাণের জন‍্য পাউবোকে নির্দেশ দেন। পাউবো এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। একই সাথে লক্ষীপুর ইউনিয়নের সাথে যোগাযোগ সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে। এটা এই এলাকার জন মানুষের উন্নয়ন। 


‎তারা বলেন, কৃষিকাজ করার সুবিধার্থে পানি সংরক্ষণের রাবার ড‍্যামকে সংস্কার করে রাবার প্রতিস্থাপন করা হবে। এই জন‍্য রাবার ড‍্যাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 


‎তারা বলেন, খাসিয়ামারা নদী ইজারা মানে বালু উত্তোলন করে নদীর নাব‍্যতা রক্ষা করা। সরকারী নীতিমালা অনুযায়ী নদীর নাব‍্যতা রক্ষা করা হবে। 


‎তারা আরও বলেন, নদীর নাব‍্যতা রক্ষায় বালু উত্তোলন হলে নদীর তীরের এবং প্রাকৃতিক পরিবেশের যাতে ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই এলাকার উন্নয়ন এবং এলাকার প্রায় ৩০ হাজার মানুষের উন্নয়ন। এই জন‍্য আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।

‎#

442 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎

খুরুশকুলের আলোচিত মাদক কারবারি মোস্তাক ১৬ হাজার ইয়াবা সহ বিজিবি’র হাতে আটক