মোঃ ওমর ফারুক দিদার, লাঙ্গলকোট :
কুমিল্লা লাঙ্গলকোট উপজেলায় মুয়াল্লিম ট্রেনিং এর সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২০ জুন বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় স্থাবনীয় বাহুয়া মিলনায়তনে উপজেলা সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তালিমুল কোরআন ফাউন্ডেশন কুমিল্লা ও ফেনী অঞ্চলের সমন্বয়ক মোঃ আলাউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ ইয়াসিন আরাফাত। ফাউন্ডেশন কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মাওঃ নুর মোহাম্মদ তাহেরী।,নাঙ্গলকোট উপজেলা উপদেষ্টা জনাব মাওঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার অনুরোধ করেন।