ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুতুবদিয়ায় মিয়ার পাড়া নতুন কবরস্থানের জায়গা বিক্রির পায়তারা

প্রতিবেদক
admin
৩১ জানুয়ারি ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

কুতুবদিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ার পাড়া নতুন কবরস্থানের জায়গা বিক্রির পায়তারা করছে এলাকার প্রভাবশালী ভূমিদস্যু চক্র। কবরস্থানের তথ্যসহ সত্য গোপন করে খতিয়ান সৃষ্টিপূর্বক অতিগোপনে জমি বিক্রি করার চেষ্টা করছে চক্রটি।
জানা গেছে, বড়ঘোপ মৌজার বিএস-২২৬৫ নং খতিয়ানের ৭০২২ নং দাগের কবরস্থানের ১৭ কড়া জমি বড়ঘোপ ৯নং ওয়ার্ডের মৃত আজিজুর রহমানের পুত্র নুরুল হোছাইন গং গোপনে বিক্রির জন্য সকল তথ্য ও সত্য গোপন করে ২৯৫৩ নং খতিয়ান সৃষ্টি করেছেন।

এদিকে কবরস্থানের জমি বিক্রি হয়ে যাচ্ছে খবর পেয়ে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি রুহুল কাদের বাদশা উপজেলা সাব-রেজিষ্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি রুহুল কাদের জানান, বড়ঘোপ মৌজার বিএস-২২৬৫ নং খতিয়ানের ৭০২২ নং দাগের ১৩ শতক জমির মালিক শফিকুর রহমান (চার আনা), বদিউর রহমান (চার আনা),আজিজুর রহমান (দুই আনা), লালজান বিবি (এক আনা) ও আলমাছ খাতুন (এক আনা) প্রাপ্ত হন।
বড়ঘোপ মিয়ার পাড়ার স্থানীয় লোকজনের জন্য কবরস্থানের প্রয়োজনে জমির মালিক ও তাদের অবর্তমানে ওয়ারিশগনের নিকট থেকে পর্যায়ক্রমে ক্রয় করা হয়। যার মধ্যে ২০২১ সালের ৩২৯ নং দলিল মূলে ১.৯৭ শতক, ৩৩৩ নং দলিলমূলে ১.৩৪ শতক ও ৩৫৭ দলিল মূলে ২.৮০ শতক জমিসহ মোট ৬.১১ শতক জমি রেজিষ্ট্রি হয় এবং শফিকুর রহমান’র অংশ ২.৬৭ শতক জমি তাহার ওয়ারিশগণ নাদাবীমূলে কবরস্থান পরিচালনা কমিটি বরাবরে ছেড়ে দেন। বাকি অংশ কবরস্থানের জন্য দলিল সম্পাদনের প্রক্রিয়ায় রয়েছে।

কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানান, ১৯৭০ সালে আজিজুর রহমান স্টাম্প মূলে বর্ণিত বিএস ২২৬৫ নং খতিয়ানে প্রাপ্ত সম্পত্তির সম্পূর্ণ অংশ বদিউর রহমান গংকে বিক্রি করে দখল বুঝিয়ে দিয়ে অন্যত্র চলে যান। সেইমতে বদিউর রহমান উক্তজমি কবরস্থানের জন্য ছেড়ে দেন। কিন্তু আজিজুর রহমান মারা যাওয়ার পর তাঁর ওয়ারিশ নুরুল হোছাইন গং জাল জালিয়াতির আশ্রয় নিয়ে অতীগোপনে মিথ্যা তথ্য দিয়ে মূল খতিয়ানের হিস্যামতে প্রাপ্ত ৫ কড়ার জমির পরিবর্তে ১৭ কড়া জমির খতিয়ান (সৃজিত খতিয়ান নং ২৯৫৩) সৃষ্টি করে অন্যত্র বিক্রির পায়তারা করছে।
উক্ত জমি কবরস্থানের অর্ন্তভূক্ত হওয়ায় অন্যত্র বিক্রি বন্ধের জন্য উপজেলা সাব-রেজিষ্টার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।