ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ৬:০২ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বাধা প্রদান, নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করার আল্টিমেটামও দিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ । অন্যথায় লাগাতার কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলনের ও হুঁশিয়ারি দেন।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়ায়
জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১০ কর্মী আহত হন। এ ঘটনায় শুক্রবার ভোর রাতে বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

একদিকে হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানার মোড় হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মাস্টার মোখলেছুর রহমান, নায়েবে আমীর মো: আফতাবউদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান প্রমূখ। সমাবেশে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খায়রুল হাসান বলেন,৫ আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে কোন হানাহানি থাকবেনা, সংঘাত থাকবেনা,সকল প্রকার জুলুম বৈষম্যের অবসান ঘটবে এটাই দেশবাসীর প্রত্যাশা ছিলো। কিন্তু আমারা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বন্ধু সংগঠন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সেই পতিত আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাটছে।তিনি বলেন, মনে রাখবেন এই পথ ফ্যাসিবাদের পথ, এই পথ অন্ধকারের পথ,এই পথ হারিয়ে যাওয়ার পথ।ফ্যাসিবাদের পথে যারাই হাটবে তাদেরকে ৫ আগস্টের মতো করুন পরিনতি ভোগ করতে হবে। তিনি আরো বলেন, রোজাদার জামায়াতে ইসলামীর নিরীহ কর্মীদের উপর কাপুরুষোচিত হামলা অত্যন্ত গর্হিত এবং ন্যাক্কারজনক কাজ।তিনি এই নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শামসুল হুদা লিটন
কাপাসিয়া গাজীপুর

30 Views

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি পূর্ণগঠন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নিহত-১

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত

আতিক সুজনের কবিতা : আছিয়া

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আদমদীঘিতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

আইএমসি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেন সাধারণ শিক্ষার্থীরা

সোনাগাজী বগাদানা ইউনিয়নে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ায় সাংবাদিকদের সম্মানে সাকিবের উদ্যোগে ইফতার মাহফিল