ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় হাসপাতাল ও ক্লিনিকে রোগীর ব্যবস্থাপত্র নিয়ে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের টানাটানি

প্রতিবেদক
নিউজ এডিটর
৩০ মে ২০২২, ২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারী বিভিন্ন ক্লিনিকে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের
ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আগত রোগীরা ।
অবস্থা দেখে মনে হয়, দিনভর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দখলে থাকে সরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলো। সকাল থেকেই তারা সরকারী হাসপাতালে অবাধ বিচরণ করতে থাকেন। সেই সঙ্গে তারা সিস্টারদের কাছে থাকা রোগীদের ফাইল নিয়েও টানাটানি করেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দলে দলে ভাগ হয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ডাক্তারদের চেম্বারের সামনে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন। ছবি তোলেন। ব্যবস্থাপত্র নিয়ে শুরু হয় নিজেদের মধ্যে ছবি তোলার প্রতিযোগিতা। নিজেদের হাতে নিয়ে দেখেন কোন চিকিৎসক কোন কোম্পানির ওষুধ লিখেছেন। এসব চিত্র যেন নিত্য দিনের। দীর্ঘ দিন যাবতই হাসপাতালে এসব চিত্র দেখা যাচ্ছে। ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভদের এমন আচরণে অতিষ্ঠ রোগী সাধারণ। এসব দেখার যেন কেউ নেই।

সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অবস্থান করতে থাকেন।

ঔষধ বিতরণ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তুলেন। এতে বিরক্তবোধ করেন রোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অফিস সময়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে আসা ঠিকনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, অফিস সময়ে হাসপাতালে যাওয়ার নিয়ম না থাকলেও সকাল ১০টার আগেই দলে দলে ভাগ হয়ে সেখানে অবস্থান নেন বিভিন্ন কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। ডাক্তারদের কক্ষের সামনে রোগীদের ভীড় থাকার সুযোগ নেন তারা।
অনেক সময় কক্ষের বাইরে রোগীদের রেখে ভিতরে গিয়ে চিকিৎসকদের সাথে রিপ্রেজেন্টিটিভদের কোম্পানীর ঔষধ ও ঔষধের স্যাম্পল নিয়ে কথা বলতে দেখা যায়। বিশেষ করে কাপাসিয়া উপজেলার বিভিন্ন ক্লিনিকগুলোতে শুক্রবারে রোগীদের ভীড় থাকে সবচেয়ে বেশি। এসব ক্লিনিকগুলোতে রিপ্রেজেন্টিটিভদের দৌরাত্ম
আরো বেশি। প্রত্যেকটা ক্লিনিকেই ফার্মেসি রয়েছে। ফার্মেসিতে ঔষধ কিনতে গেলেই তাদের রোগীদের বিড়ম্বনার শিকার হতে হয়। এতে অপেক্ষমান রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া কাপাসিয়া সদর বাজার, তরগাঁও হাসপাতাল মোড়,আমরাইদ সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক সংলগ্ন বাজারের ঔষধের দোকানগুলোর সামনে রিপ্রেজেন্টিটিভদের দাড়িয়ে থাকতে দেখা যায়। রোগী ঔষধ কিনতে গেলেই তাদের ব্যবস্থাপত্র এক প্রকার থাবা দিয়ে নিয়ে গিয়ে দেখছেন চিকিৎসক কোন ঔষধ লিখেছেন। ব্যবস্থাপত্রের ছবি তুলতে গিয়ে রোগীদের মূল্যবান সময়ও নষ্ট করছেন। বারবার আপত্তি করে কোন প্রতিকার পাচ্ছেননা রোগীরা।

166 Views

আরও পড়ুন

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন খুনঃ আটক ৪

জামায়াত বৈষম্যমুক্ত ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

“মন করিডোরে আলোর মিছিল ” মানুষের হৃদয়ের কথা বলে – মো. ইলিয়াস

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশের ভবিষ্যত কেমন হবে?

চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মাটি চাপা দেওয়া সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম ফলক ৩দিনের মধ্যে পূণঃস্থাপনের নির্দেশ ইউএনও’র

শান্তিগঞ্জে নাইন্দারপাড় বিএনপি’র পক্ষ হইতে প্রবাসী নেতাকর্মীদের গণ সংবর্ধনা

ডা. এ জেড এম জাহিদ
‘৪৭ না হলে ৭১ হতো না, ৯০ না হলে ২০২৪ সালের ৫ আগস্টও হতো না’

৬ ডিসেম্বরের দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

মিজানুর রহমান ভূঁঞা শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান

শান্তিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির শুভ উদ্বোধন

বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

সিওয়াইবি’র বুটেক্স শাখার নেতৃত্বে রাফি–সৌমিক