কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়া বানার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর বোনসহ ৩ শিশু’র মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খিরাটি পূর্বপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে। শিশুদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি পূর্বপাড়ার মিলন মিয়ার দুই কন্যা সিনথিয়া (১০) ও সিনহা (৭) ও বেড়াতে আসা মিলন মিয়ার বোনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া হিমা (১২) শুক্রবার দুপুরে অন্য শিশুদের সাথে দলবেধে বাড়ির পাশে বানার নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় অন্যারা বাড়ি ফিরলেও ওই তিন শিশু বাড়ি ফিরেনি। পরে বহু খোঁজাখোজি করে তাদের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে থানা এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।