শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দু’দিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখের ( ৬৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। নিহত মুক্তিযোদ্ধা চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের মৃত কামাল শেখের ছেলে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের একটি পরিত্যাক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রোববার বিকালে চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বাড়ীর পাশে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মুক্তিযোদ্ধা গনি শেখের মরদেহটি উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে ধরপাড়া গ্রামের রতন শেখ ও নাজমুল করিম নামে দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।