ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,
কাপাসিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সূর্য নারায়ণপুর এলাকায় একটি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী এবং যথাযথ নিয়ম না মেনে কাজ করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।

৭ জুলাই সোমবার দুপুরে এলাকার শতাধিক মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে।

জানাযায়, উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত ২’শ ৮০ ফুট দৈর্ঘ্য ইটের সলিং রাস্তাটি ৮ ফুট প্রস্থের হওয়ার কথা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন ধরা হয়েছে। এতে নিম্নমানের ইট ব্যবহার এবং বালি না দিয়েই কাজ শুরুর অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য আল আমিন পালোয়ান বিগত আওয়ামীলীগের সময়ে এলাকার নিরিহ মানুষদের উপর মামলা-হামলা সহ নানাভাবে হয়রানি করেছে। সে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ইতিপূর্বে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাত করেছে। গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন পালিয়ে বেড়ানো মেম্বার সম্প্রতি এলাকায় এসে রাস্তার কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছে।

জানতে চাইলে সে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে অন্য এলাকার চিহ্নিত প্রভাবশালীদের ছত্রছায়ায় যেনতেন ভাবে কাজটি করার পাঁয়তারা করছে। উল্টো এলাকাবাসীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তারা অভিযুক্ত ইউপি সদস্যকে বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে এলাকার রানা শেখ নামে এক ব্যক্তি সোমবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, অভিযোগকারী মোঃ রানা শেখ প্রমুখ।

অভিযোগের ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হয়েছে। ত্রুটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, অভিযোগের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

70 Views

আরও পড়ুন

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

পারকি সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন