শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে ১১ জুলাই শুক্রবার কাপাসিয়ার চাঁদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী রোকন (সদস্য) সম্মেলন ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোকন সম্মেলন ও শিক্ষা শিবিরে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার ২৫০ জন রোকন( সদস্য) অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ড: মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খাইরুল হাসান, গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য সালাউদ্দিন আইউবী, জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা কর্ম পরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আফতাব উদ্দিন প্রমূখ।
দিন ব্যাপী শিক্ষা শিবিরে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয়, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, আনুগত্য, পরামর্শ, এহতেসাব সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।