শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ জুলাই শুক্রবার বিকালে স্থানীয় নলগাঁও উচ্চবিদ্যালয় মাঠে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মো: জাকারিয়া, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মুফতি মো: জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আকমল হোসেন,চাঁদপুর ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মাওলানা মো: আনিসুর রহমান, সেক্রেটারি মাওলানা মো: মাইনুদ্দিন,সহকারী সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, মাওলানা বশির আহমদ খান সহ স্থানীয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।