সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
সুন্দর সমাজ গঠন ও সমাজের অসংগতি দূর করতে কলাউজান যুবশক্তি’র যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালে । কলাউজান যুবশক্তি ৩৬ বছরে পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করবে। ৩৬ বছর পর আবারও কলাউজানের প্রতিটি সমাজের অসংগতি দূর করে নতুন করে সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে সমাজের প্রবীণ ও যুবকদের নিয়ে আবারো যাত্রা শুরু করলো কলাউজান যুবশক্তি নামের এই সংগঠন। কলাউজান যুবশক্তি সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান, চট্টগ্রামের লোহাগাড়ার “কলাউজান যুবশক্তি” নামের একটি সামাজিক সংগঠনের ৩৬ তম বর্ষপূর্তি ও মিলনমেলায় আগত অতিথিরা ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে অধ্যাপক মুহম্মদ আবদুল খালেক, ক্রিড়া ভাষ্যকার সেলিম উদ্দিন ও আবু নোমান মোঃ হাফিজুল্লা’র যৌথ সঞ্চালনায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে “কলাউজান যুবশক্তি” নামের সামাজিক সংগঠনের ৩৬ তম বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
কলাউজান যুবশক্তি’র ৩৬ তম বর্ষপূর্তি ও মিলনমেলায় সভাপতিত্ব করেন, কলাউজান যুবশক্তি’র আহ্বায়ক মাওলানা সিরাজুল ইসলাম।
৩৬ বছরের সংগঠন কলাউজান যুবশক্তি’র মিলনমেলায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, মদিনা প্রবাসী আলহাজ্ব মোস্তফা কামাল,সমাজকর্মী জামাল উদ্দিন, মদিনা শরীফ সাতকানিয়া-লোহাগাড়া প্রবাসী সমিতির সভাপতি আলহাজ্ব আবু তাহের সাওদাগর, ইসলামী ছাত্রশিবির লোহাগাড়া পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম তায়েফ, সমাজসেবক নুরুল আলম, শাহেদুল হক খতিবী, মাওলানা মুহাম্মদ মুসা, লোকমান হাকিম, ব্যবসায়ী মুহাম্মদ বদরুদ্দীন উমর, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন প্রমুখ।
মিলনমেলায় প্রায় ৫শত অতিথির মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।