ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কর্ণফুলী পেপার মিলস্ লিঃ.-এ টেন্ডারের নামে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, নিয়ম পরিপন্থি কর্মকান্ডের অভিযোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২২, ৫:১০ অপরাহ্ণ

Link Copied!

প্রেস নিউজ-

দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহত্তম কাগজকল ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলস্ লিঃ.-এ টেন্ডারের নামে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে জনৈক ব্যবসায়ী মোঃ ছরওয়ার কামাল, পিতা – মৃত লুৎফর রহমান, মাতা- মুসতফা বেগম, ঠিকানা- বাসা/ হোল্ডিং- মৌলানা লুৎফর রহমান ছিদ্দিকির বাড়ি, ছৈয়দাবাদ, ডাকঘর- সাতকানিয়া ৪৩৮৬, সাতকানিয়া, চট্টগ্রাম কর্তৃক আনীত অভিযোগে উল্লেখ করা হয় যে, ছরওয়ার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী হিসাবে অভিযোগকারী দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ঠিকাদারী ব্যবসা পরিচালনা করে আসছেন । প্রতিষ্ঠানটির সরকারী ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাটসহ যাবতীয় কাগজপত্র মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে সবকিছু পরিচালনা করেন । গত ০৮/০৮/২১ ইং তারিখে কর্ণফুলI পেপার মিলস লিঃ, ৯২, সদরঘাট রোড়, চট্টগ্রাম ‘রিসাইক্লিং পেপার (অকেজো কাগজ) পরিবহনের জন্য দরপত্র’ শীর্ষক একখানা দরপত্র আহবান করা হয় । যার প্রেক্ষিতে তিনি তাঁর প্রতিষ্ঠানের পক্ষে গত ২৫/০৮/২১ ইং তারিখে কর্নফুলী পেপার মিলে ট্রাক দ্বারা অকেজো কাগজ পরিবহন করার জন্য একটি দরপত্র দাখিল করেন । দরপত্রে উল্লেখ আছে ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলী পেপার মিলস লিঃ কর্তৃক দেশের বিভিন্ন বিভাগের অন্তর্গত সকল জেলা/ উপজেলা শিক্ষা অফিস হতে অব্যবহৃত/ বাতিল কাগজ ও বই সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনায় ওজন করে ট্রাক বোঝাই পূর্বক কর্ণফুলী পেপার মিলস লিঃ, চন্দ্রঘোনা এর ভান্ডার পর্যন্ত ট্রাক দ্বারা পরিবহনের জন্য এই দরপত্র আহবান করা হয় । ২০২১ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণী, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্বৃত্ত (পুরাতন/ অব্যবহৃত) পাঠ্যপুস্তক/ অকেজো কাগজগুলো সংগ্রহ করে কর্ণফুলী পেপার মিলস্ লিঃ- এ দেওয়ার যে দরপত্র আহবান করেছেন তাতে দরখাস্তকারীর গড় দর প্রতি টন ৯০৬/- টাকা হারে দাখিল করেন। অভিযোগকারীর মোট ৬০০ টনে ৫,৪৩,৬০০/-(পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত) টাকার ১০% হারে ৫৪,৩৬০/- (চুয়ান্ন হাজার তিনশত ষাট) টাকা নিরাপত্তা হিসেবে আসে। দুঃখজনক হলেও সত্য যে, সেখানে দেখা যায় সৌরভ পেপার স্টোর নামীয় একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে অবাস্তব একটি দর দাখিল করেন। সেই দরটি হল প্রতি টন ১ বা ২ টাকা। উক্ত দর অবাস্তব ও সংগতিপূর্ন নয় এবং দরপত্রের সঙ্গে সাংঘর্ষিক । কর্ণফুলী পেপার মিলস্ লিঃ এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এই দর দাখিল করা হয় । কর্ণফুলী পেপার মিলস্ লিঃ ৬০০ মেট্রিক টন কাগজ প্রতি মেট্রিক টন ১৫০০ টাকা দরে ক্রয় করলে মোট মূল্য দাড়াঁয় ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা । সেখানে সৌরভ পেপার স্টোর সর্বমোট দরপত্র দাখিল করেন মাত্র ৯ টাকা। তার জামানত আসে ১০% হারে মাত্র ০.৯ পয়সা মাত্র। যা সম্পূর্ণ অবাস্তব ও অকল্পনীয় হিসেবে ধরে নেয়া যায়। অভিযোগকারী মনে করেন, এখানে পুকুর চুরির নাম দিয়ে সাগর চুরি করার পাঁয়তারা চলছে। যার সাথে উক্ত প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা সরাসরি জড়িত রয়েছে বলে প্রতিয়মান হয় । এটি টেন্ডারের নামে আইওয়াশ বা টেন্ডার জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা হয়। যা তদন্ত করে কেঁচো খুঁড়তে সাপ বেড়িয়ে আসবে। প্রকৃত ব্যবসায়ীদের আড়াল করে অভিনব পন্থায় ভুয়া টেন্ডারের মাধ্যমে অর্থ লোপাট করছে। সর্বমোট ৬ জন টেন্ডারকারীর মধ্যে কথিত সর্বনিম্ন (?) দরদাতা দেখিয়ে ব্যাপক দুর্নীতির/ বানিজ্য হতে যাচ্ছে প্রতীয়মান হয় । উল্লেখ্য যে, এখানে অনেক পুরাতন কাগজ বিক্রেতা কর্নফুলী পেপার মিলসের প্রতিনিধি সেজে ঠিকাদার কার্যাদেশ সংগ্রহ করে কর্ণফুলী পেপার মিলসের বাহিরে পেপার বিক্রি করে ফেলে । এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা অফিসে গড়ে ১৫/২০ টন কাগজ থাকা সত্ত্বেও তাহারা ২০০/৩০০ কেজি দেখিয়ে বাকি কাগজ আত্মসাৎ করে মর্মে বিভিন্ন সুত্র হতে জানা যায় ।এ ধরণের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থপনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি মানবাধিকার সংগঠন বিএইচআরএফ বরাবরে আইনী সহায়তা চাইলে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন- বিএইচআরএফ এর ন্যায় ও সুবিচারের স্বার্থে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগটি দুদক কার্যালয়ে প্রেরণ করে ।

343 Views

আরও পড়ুন

শিক্ষক আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় কর্মবিরতি পালন

মাদারীপুরে জেলা প্রশাসকের কাছে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে স্মারকলিপি

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্হা কক্সবাজার জেলা কমিটির অভিষেক

টেকনাফে বিজিবি’র ডগ‘বার্লিন’মাদক শনাক্ত যাত্রীর লুকানো অবস্থায় মিললো৫০০ইয়াবা,আটক-১

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাকসু-২৫ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুজহাতের কিছু কথা

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতৃবৃন্দের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা বাঁচতে চায়, সাহায্যে এগিয়ে আসুন

ছাড়ানো হচ্ছে শিবিরের নামে
নীলফামারীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে সেনা সদস্য হেনস্তার শিকার

চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ