ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ;
করোনা মহামারীকালীন সময় সরকারের বেধে দেয়া লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আয় করেছে

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ আগস্ট ২০২১, ১২:১৮ অপরাহ্ণ

Link Copied!

মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড় ঃ

বৈশ্বিক করোনা মহামারীকালীন সময় সরকারের বেধে দেয়া লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ রাজস্ব আয় করেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা
স্থলবন্দর। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে করোনাকালীন সময় প্রতিবেশি দেশ ভারত, নেপাল ভুটান ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল থাকায় ব্যবসায়ীরা সহজেই বন্দরটি ব্যবহার করতে পেরেছে।

স্থলবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারি স্বাস্থ্যবিধি মেনে বৈশ্বিক করোনা মহামারীর এ সময় আমদানি-রপ্তানি
কার্যক্রম পরিচালনা করা হয়। স্থলবন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা কাজে লাগিয়ে স্থানীয় সিএন্ডএফ এজেন্টরা বন্দরে তাদের আমদানি-রপ্তানি কাজ সুষ্ঠুভাবে করায় সরকারের বেধে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৮ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে। ২০২০-২০২১ অর্থবছরে বন্দরটিতে লক্ষ্যমাত্রা ৩৩ কোটি টাকা ধরা হলেও রাজস্ব আয় হয়েছে ৬১ কোটি টাকা। ১৯৯৭ সালে ১ সেপ্টেম্বর ভারতের অভ্যন্তরের ৩৯ কিলোমিটার ট্রানজিট সড়ক ব্যবহার করে নেপালের সাথে ব্যবসা বাণিজ্য দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে ভারত ও ভুটানের সাথে ব্যবসা সম্প্রসারিত হলে বন্দরটি চর্তুদেশীয় স্থলবন্দরে রুপান্তরিত হয়। ১০ একর আয়তনের এ বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে রপ্তানী করা হচ্ছে পাট ও পাটজাত
পণ্য, আলু, ব্যাটারি, কোমল পানীয়, গার্মেন্টস সামগ্রী, ক্যাপ, হ্যাঙ্গার, সাবান, বিস্কুট, চানাচুর, জুস, কঁাচসহ বিভিন্ন দ্রব্য। আমদানি করা হচ্ছে পাথর, মেশিনারিজ, ডাল, চাল, ভুট্টা, প্লাষ্টিক দানা, আদাসহ বিভিন্ন পণ্য। এছাড়া
বন্দরটিতে ভারতের সাথে ইমিগ্রেশন ব্যবস্থা চালু থাকায় সহজে উভয় দেশের লোকজন ব্যবসা, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াত করার সুযোগ পেয়েছে। স্থানীয় কাস্টম কর্তৃপক্ষ জানায়, ২০২০-২০২১ অর্থবছরে স্থলবন্দরটিতে লক্ষ্যমাত্রা ছিল ৩৩ কোটি টাকা। বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায় হয় ৬১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি।

সিএন্ডএফ এজেন্ট জাহাঙ্গীর আলম জানান, স্থলবন্দরটি ব্যবহার করে প্রতিবেশি দেশ ভারত, নেপাল ও ভুটানের সাথে সহজেই আমদানী-রপ্তানি করার সুযোগ রয়েছে যা দেশের অন্য কোন বন্দরে নেই। বন্দরটির সাথে চীনের সম্পর্ক স্থাপন করা গেলে দেশের রাজস্ব আয় আরও কয়েক গুণ বেড়ে যাবে। একই সাথে দেশের শীর্ষস্থানীয় স্থলবন্দরে পরিণত হবে বন্দরটি। বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক
কুদরত-ই-খুদা মিলন বলেন,দেশের একমাত্র সম্ভাবনাময় চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। এ বন্দরের তিন দেশের সঙ্গে ভৌগোলিক অবস্থান কাছাকাছি হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্য
ও পর্যটন শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই মহামারী করোনার মধ্যেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় দ্বিগুণ রাজস্ব আয় হয়েছে। তিনি আরোও জানান,চলতি অর্থ বছরে ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলে চলতি অর্থ বছর আরও বেশি রাজস্ব আয় হবে। তবে তিনি স্থলবন্দরের পরিধি বাড়ানো ও ইমিগ্রেশন যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার আহবান জানিয়েছেন।

বাংলান্ধা ল্যান্ড পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,
সরকারি সকল বিধি নিষেধ মেনেই বন্দরের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের পরিধি ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে দেশের শীর্ষস্থানীয় বন্দরে পরিণত হবে বাংলাবান্ধা একই সাথে কয়েকগুণ বেড়ে যাবে রাজস্ব আয়।পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার মবিন-উল-ইসলাম জানান, করোনাকালীন সময়ে বাংলাবান্ধা স্থলবন্দরে সর্বস্তরের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। ২০২০-২০২১ অর্থবছরে বন্দরটিতে লক্ষ্যমাত্রা ছিল ৩৩ কোটি টাকা। বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায় হয় ৬১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি। এসময় বার্ষিক প্রবৃদ্ধি
হয়েছে ৮৩%। তিনি আরও বলেন, বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও ব্যবসায়ীদের সহযোগিতার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় সম্ভব
হয়েছে।

93 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ