ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজারে ১২ টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিটর
৪ অক্টোবর ২০২২, ২:১১ পূর্বাহ্ণ

Link Copied!


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি এর কক্সবাজার সফর উপলক্ষে ২ অক্টোবর রবিবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকার ১২ টা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।

উদ্ধোধনকালে তিনি বলেন,কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গারা স্থানীয়দের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা আসার পরে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মিয়ানমারে তাদের উপর নির্যাতন করেছে, বাড়িঘর জালিয়ে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা তাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে।

তাদের জন্য বিদ্যুৎ, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, পানির ব্যবস্থা করতে হয়েছে। এসবের কারণে আমাদের অর্থনীতিতে অনেক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

কক্সবাজার সিভিল সার্জন ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে সকাল সাড়ে এগারোটার দিকে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড, মুহাম্মদদ আনোয়ার হোসেন হাওলাদার।

এসময় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম,অতিরিক্ত সচিব ( পরিকল্পনা অনুবিভাগ) ও লাইন ডিরেক্টর ( এইচজিএসপি অপারেশন প্লান) জাহাঙ্গীর হোসেন, কক্সবাজার জেলা জেলা প্রশাসক মামুনুর রশীদ,জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, রোগতত্ত্ব মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, কক্সবাজারের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

এর পর বিকেল ৩ টায় পাচ তারকা হোটেল রয়েল টিউলিপ এ এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রীর সফরকালে যেসব কর্মসুচী ছিল:

🚩বিশ্ব ব্যাংক এর অর্থায়নে আইওএম কর্তৃক নির্মিত কমিউনিটি ক্লিনিক (১২ টি) এর উদ্বোধন,

🚩কক্সবাজার জেলার হেলথ্ এন্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্ট এর অধীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইওএম, ইউনিসেফ ও ইউএনএফপিএ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও

🚩স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।

466 Views

আরও পড়ুন

চাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থীতা

দলিল লিখক আদিল খাঁনকে মরণোত্তর চেক ও সনাতন ধর্মালম্বীদের দূর্গোৎসব বোনাস প্রদান

ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ডাকসু নেতারা

চাকসুতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন প্যানেলের আত্মপ্রকাশ

কউক ম্যানেজ করে স্থাপনা বহাল রেখছি - লিমন
সৈকত পাড়ায় মরিয়ম রিসোর্টের পাশে অবৈধ বহুতল ভবন নির্মাণের অভিযোগ লিমনের বিরুদ্ধে।

ছাতকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন

আমার ভোট আমি দিবো, আপনাদের এই গনতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে-ড.মঈন খান

আমার ভোট আমি দিবো, আপনাদের এই গনতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে-ড.মঈন খান

দুদিনের জ্বরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইডেন শিক্ষার্থী স্বর্ণা

চাকসু নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চবি প্রশাসনের বৈঠক

পরিবেশ, হাওর ও জলাভূমি রক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার