নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মোঃ মঈনুল ইসলাম ও নাজমুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকের হোছাইন।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহবাজ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ করিম, চট্টগ্রাম জোনের সভাপতি মোঃ আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন।
সংগঠনকে সংগঠিত করতে মোঃ হাফিজুর রহমানকে উপদেষ্টা, মোঃ জাকের হোছাইনকে সভাপতি, মোঃ মঈনুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, ইকবাল হোসেন রিপনকে সহ সভাপতি, আবু নছর সহ সভাপতি, রুবেল মাহমুদকে সহ সভাপতি, নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক, মুখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্টানে জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।