হাসান আহমদ
ছাতক প্রতিনিধি::
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে শনিবার বেলা দুইটায় উপজেলার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা আওলাদ আলী রেজার সুহিতপুরস্থ বাড়ি সংলগś এলাকায় দুপুর থেকে বিভিনś ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল সহকারে আ’লীগসহ অঙ্গ সংগঠনের ব্যনারে জড়ো হতে থাকে। বেলা দুইটায় ইউনিয়ন আ’লীগের ব্যনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিনś সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগĄ আহবায়ক ˆসয়দ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা আবদুল করিম, আবদুস সামাদ, উপজেলা আ’লীগ নেতা ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী ও আলহাজ্ব নিজাম উদ্দিন, আ’লীগ নেতা আজির উদ্দিন, ফছেৎ আহমদ, মনছব মিয়া, আসমান গনী, শাহিনুর রাজা চৌধূরি, ফারুক আহমদ সরকুম, ছমরু মিয়া, শামীম আহমদ, মাস্টার নাসির উদ্দিন, পীর আমিনুল হক, সুন্দর আলী বুলবুল, এ্যাডভোকেট ছায়াদুর রহমান, সাľাদুল ইসলাম, আনছার আলী, আবদুল কাদিও, মাস্টার মফিজুর রহমান, আবদুল কাহার, আবুল কাশেম, পারভেজ আহমদ সরকুম, মুক্তিযোদ্ধা মছবিźর আলী ও হুছন আলী, মখলিছুর রহমান, সমুজ আলী, মানিক মিয়া, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জিল্রুর রহমান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আহবাব মিয়া, সাধারণ সম্পাদক রজব আলী, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আকমল আলী, সাধারণ সম্পাদক বদরুľামান লিটন, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মাহমদ আলী মেম্বার, সাধারণ সম্পাদক ডা. পিকে দাশ রিপন, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মাসুক মিয়া, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজী শাহাব উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক সমছুľামাল, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক ইশরাক আলী, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সমছু মিয়া, ইউপি সদস্য রাজন আহমদ তালুকদার, আনোয়ার আলী, উপজেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, মিজানুর রহমান রাসেল, সুরেতাজ মিয়া মেম্বার, ইমরান হোসেন শামীম, ফয়ছল আহমদ, সাľাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাকির রহমান বাবুল, কৃপেশ চন্দ, সমুজ আলী, এনামুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বকর রাজা, আজির উদ্দিন, কমরু মিয়া, মিনার আহমদ, মুজিবুর রহমান, বাচ্চু মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উনśয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ গফ্ফার, উপজেলা ছাত্রলীগের জাহিদ হাসান ডালিম, তাজামুল হক রিপন, ওবায়দুল হক, সাকিবুল হাসান এমরান, পাবেল আহমদ, পায়েল মিয়া, গোলাম মোস্তফা রনি, মাহবুব আলম, নোমান আহমদ, দুলাল আহমদ, আল-আমিন, রেজাউল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। নুরুল হুদা মুকুটকে রাজাকারপুত্র উল্লেখ করে বক্তারা আরো বলেন, ১৫ই আগষ্টে তারা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছিল এটি সকলেরই জানা আছে। রাজাকারপুত্র নুরুল হুদা মুকুটকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করে কটুক্তি ও অপপ্রচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক সীমান্ত বড়কাপন থেকে গোবিন্দগঞ্জ সেতু পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে সুনামগঞ্জ জেলাকে অচল করে দেয়া হবে। ##