ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

এক যুগ পর নিজ এলাকায় সাবেক এমপি হামিদুর রহমান আজাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ৮:০২ অপরাহ্ণ

Link Copied!

নজরুল ইসলাম
কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

দীর্ঘ একযুগ পর নিজ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এএইচএম হামিদুর রহমান আজাদ।

শনিবার সকালে তিনি আলী আকবর ডেইল জেটি ঘাটে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলার নেতৃবৃন্দ।

সেখান থেকে, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে জামায়াত নেতাকর্মীরা আলী আকবর ডেইল ঘাটে জড়ো হন। গলায় গোলাপ ফুলের মালা পরা এএইচএম হামিদুর রহমান আজাদ ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সেখান থেকে রওয়ানা হওয়ার পর সামনে পেছনে মোটরসাইকেল, ট্রাক ও অন্যান্য গাড়ি বহর নিয়ে তিনি এগিয়ে যান।

গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে আলী আকবর ডেইল ঘাট,শান্তি বাজার, বড়ঘোপ লামার বাজার ফুলতলা, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল গেইট, লেমশীখালী চৌমুহনী, ধূরুং বাজার চৌরাস্তার মাথায় পথ সভায় বক্তব্য রাখেন।

ধূরুং বাজার চৌরাস্তার মাথায় সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়। উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া মহেশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এএইচএম হামিদুর রহমান আজাদ।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামশুল আলম বাহাদুর বক্তব্য রাখেন।

এসময় সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন, দীর্ঘ একযুগ নিজ এলাকাতে আসতে পারিনি, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস জেলখানায় আটক করে রেখেছিল। যখন এলাকায় আসতে চেয়েছি, তখন পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করে এলাকায় আসতে দেয় নাই। ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর নিজ জন্ম ভূমিতে এসে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আজীবন আপনাদের এই ভালোবাসা মনে থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।