ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উন্নয়নের জন্য সরকারের টাকার অভাব নেই ————- এম এ মান্নান

প্রতিবেদক
নিউজ ভিশন
১২ ডিসেম্বর ২০২০, ৯:২৭ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
শগণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার এদেশের উন্নয়নে সরকার। উন্নয়নের জন্য সরকারের টাকার অভাব নেই। তাই সরকার ৩০হাজার কোটি টাকা ব্যায়ে পদ্মা সেতু নির্মাণ করেছে। দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো এক এক করে বাস্তবায়িত করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। সুনামগঞ্জবাসীর জন্য সরকার একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন উন্নয়নের ক্ষেত্রে সরকারের কাছে কোন কিছুর অভাব নাই। কিন্তু আমাদের মধ্যে একটি জিনিসের অভাব আছে, আর সেটি হলো ইমানের। চোরি-ছামারিরও ভয়ঙ্কর অভ্যাস আছে। কুন্দলের কারণে একে অপরকে সহ্য করতে পারি না। তাই এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গরীব ঘরের সন্তান আমি রাজনৈতিক বড় নেতা নই। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতেই আমি মুগ্ধ। শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক-দোয়ারাবাসীর বেনারে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে আয়োজিত পথ সভায় দাবীর প্রেক্ষিতে মন্ত্রী আরও বলেন, সড়কের পাশে অবৈধ স্থাপনাসহ সড়ক উন্নয়নের বিষয়ে সড়ক ও সেতু মন্ত্রীর সাথে আলাপ করবেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে গোবিন্দগঞ্জ চত্ত্বরকে মুক্তিযোদ্ধা চত্ত্বর হিসেবে বাস্তবায়নের আশ্বাস দেন এবং পর্যায়ক্রমে এলাকার যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করবেন। পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আ’লীগ তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ছাতক থানার ওসি নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফি, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান ফয়েজ, উপজেলা যুবলীগ নেতা এসএম দিলওয়ার হোসেন চয়ন, আশরাফুর রহমান চৌধুরী, স্কুল শিক্ষক পঙ্কজ দত্ত ও রেজ্জাদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রহিম, কাওছার আহমদ প্রমূখ। মন্ত্রী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে বিমানবন্দর তাকে সংবর্ধনা জানানো হয়। পরে সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে মন্ত্রীকে বিশাল বহরে নিয়ে যাওয়া হয় তার নিবার্চনী এলাকায়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিলেট থেকে সুনামগঞ্জ যাত্রাকালে তাকে অভিনন্দন জানিয়ে পথে পথে অসংখ্য গেইট, তোড়ন স্থাপন করা হয়। গোবিন্দগঞ্জ পথ সভা শেষে সড়কের ধারণ বাজার ও পরে জাউয়াবাজারে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন মন্ত্রী।

179 Views

আরও পড়ুন

উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে চকরিয়ার বিএমচর ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণ-ইফতার মাহফিল সম্পূন্ন।

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তুিগঞ্জে ফতেপুর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা অর্জন ও মানোন্নয়ন শীর্ষক সভা ও ইফতার মাহফিলে প্রেসক্লাব নিয়ে বৃহত্তর ঐক্যের ডাক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: আক্কাস মার্কেটের দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি