মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ(সা:) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান , প্রাথমিক শিক্ষা৷ কর্মকর্তা সেলিম খান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শায়েখ জামাল উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন মনবেগ জামে মসজিদের ইমাম মাওলানা শাহনূর আলম, সদরপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়া উদ্দিন, জয়কলস জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ৷
এসময় উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ(সা:) এর জীবন,কর্ম ও শিক্ষার উপর শান্তিগঞ্জে উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলীমূল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সহকারি শিক্ষক আবু ইসহাক,মোঃ নজরুল ইসলাম,
আব্দুল কাদির,এরশাদ মিয়া উপস্তিত ছিলেন।
এছাড়াও কামরুপদলং ইয়াকুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দাতা সদস্য তমিজ আলী এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী এর সঞ্চালনায় এবং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্হিত ছিলেন শিক্ষক/শিক্ষিকাবৃন্দ,ছাত্র /ছাত্রীবৃন্দ,
অভিভাবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।