ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে যমুনা চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুর :

জামালপুরের ইসলামপুরের সাপধরী ইউনিয়নে দূর্গম যমুনা  চরাঞ্চলের চেঙ্গানিয়া গ্রামের নিরীহ কৃষকদের উপর নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের মো: ওয়াহেদুজ্জামানের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মিথ্যা মামলা ও ভূয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবীতে শুক্রবার দুপুরে চেঙ্গানীয়া যমুনা চরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাগেছে,ইসলামপুরের কাঠমা কৃষ্ণনগর মৌজার দূর্গম চরাঞ্চলের ফসলি ভূমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কাঠমা ও চেঙ্গানিয়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। 

চরাঞ্চলের নিরীহ কৃষকদের নিজ বসতভিটা ও তাদের জন্মভূমি থেকে বিতারিত করতে ষড়যন্ত্রমূলক ভাবে নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের ওয়াহেদুজ্জামান গত ২১ ডিসেম্বর মামলা দায়ের করেন। সি.আর মামলা নম্বর – ৩৯(০১)২০২৫, তারিখ- ১৪/০১/২০২৫ ইং। ওই মামলায় কাঠমা গ্রামের মো: লাঞ্জু,মো: অদু,মো: হাছান আলী,এবং সাপধরী ইউনিয়নের  চেঙ্গানিয়া গ্রামের আব্দুল হক বাক্কা,হেকমত আলী,লোকমান আলী ও সৈয়দুজ্জামান সহ ১৯ জনকে নামীয় এবং ১৬ জনকে বেনামীয় উল্লেখ করে মোট ৩৫ জনকে আসামী করা হয়। 

আসামীদের বিরুদ্ধে কাঠমা কৃষ্ণনগর মৌজায় থাকা তার নিজের ও মামলার সাক্ষীদের ভোগ দখলীয় ৫০ একর পৈতৃক ভূসম্পত্তি জবর দখলসহ ওই জমিতে তাদের চাষ করা অন্তত:৩৬ লাখ ৭৬ হাজার ৪শ টাকা মুল্যের মরিচ, পিঁয়াজ,বাদাম ও মাস কালাইসহ বিভিন্ন ফসল জোর পূর্বক তুলে নেওয়ার কথা লিপিবদ্ধ করা হয়। মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও সাজানো নাটক বলে দাবী জানান চেঙ্গানিয়া গ্রামের বিক্ষোভকারী নিরীহ কৃষক ও এলাকাবাসী।

নিরীহ কৃষক হেকমত প্রামানিক,লোকমান আলী,হামিদ ও সৈয়দুজ্জামান বলেন- মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এস আই আব্দুল হাই কোন প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই আদালতে ভূয়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। মূলত পৈতৃক ভিটামাটি থেকে উচ্ছেদ করার উদ্যেশ্যে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 

এ সময় এলাকাবাসী মামলাটি পূণরায় তদন্ত ও সঠিকতা যাচাই করে সঠিক প্রতিবেদনের দাবী জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইসলামপুর থানা এস আই আব্দুল হাই এর সাথে মোঠফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে ওসি স্যারে সাথে কথা বলেন।

20 Views

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন

টেকনাফে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে দুইজনকে অপহরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টঙ্গী পূর্ব থানার নতুন কমিটি ঘোষণা

চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের যে ওয়ার্ড এখন আতঙ্কের জনপদ!

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে ————————–মাওলানা ইউসুফ আশরাফ

টঙ্গীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের আপত্তিকর মন্তব্যের জবাবে ড.আসিফ নজরুল

টেকনাফে অটোরিকশা যাত্রীর পেটে মিললো৪১পোটলা ইয়াবা

কাপাসিয়ায় আলোচিত সেই নাটক মঞ্চস্থ: মিডিয়ায় মুসল্লিদের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সংস্কৃতি উপদেষ্টার

বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

কাপাসিয়ায় কথিত পন্ড হয়ে যাওয়া নাটক অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে, মুসল্লিদের নামে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর

পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন