মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
ঘূর্ণিঝড় “বুলবুলের”আঘাত থেকে বাঁচতে বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে তালতলী উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
শনিবার (৯ নভেম্বর )দুপুরে থেকেই শুকনা খাবার, পানি, মুড়ি, চিড়া, মোমবাতি, মশার কয়েলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে আশ্রয়কেন্দ্রে আসা মানুষের খোঁজ-খবর নেন তারা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার জানান,উপজেলা প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্হা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা বলেন,তালতলীতে মোট ৪৯টি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি।