মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এএসএম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পুলিশ। ১৫ অক্টোবর, মঙ্গলবার ভোরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজারের একটি এনজিও অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদাত বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং জয়পুরহাট জেলার কালাই উপজেলার উত্তরপাড়ার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো।
জানা গেছে, জয়পুরহাটের কোন এক সাবেক ইউপি চেয়ারম্যান সাদাতকে ওই এনজিও পরিচালকের নিকট তার ভাগিনা পরিচয় দিয়ে রেখে আসেন। কয়েকদিন যাবত সে ওই এনজিও কর্মী পরিচয় দিয়ে সেখানে অবস্থান করছিল। সে সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির নাজমুস সাদাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (মঙ্গলবার) ভোরে কাটলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জানতে ‘সততা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি’ নামে ওই এনজিও’র পরিচালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।