ডি এইচ মনসুর
চট্টগ্রামের আনোয়ারয় কমিনিউটি পুলিশিং ডে উপলক্ষ্যে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা থানার মোড় থেকে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে এড. আবদুল জলিল স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে অংশ নেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল,
সহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।
এ আয়োজনে আনোয়ারা আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়দের পুরস্কার বিতরণ ও সম্মাননা দেওয়া