মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘিতে বিস্ফেরক দ্রব্য মামলায় সাইফুল ইসলাম (৪৭) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (১ নভেম্বর) রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম আদমদীঘির বাগিচাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আদমদীঘি উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিলে পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ৫জন নেতাকর্মি আহত হয়। পূর্বের বিস্ফেরক দ্রব্য এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।