জেমস আব্দুর রহিম রানা, যশোর :
যশোরের অভয়নগরে জুট মিল শ্রমিক শেখ আতিয়ার রহমান ওরফে আতাই হত্যা মামলার আসামি তারেক কাজী (২৪) ও শামিমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অভয়নগর
থানা পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান, জুট মিল শ্রমিক আতাই হত্যাকা-ের ৩ ও ৫নং আসামি এলাকায় এসেছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে মোয়াল্লেমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মামলার ৫নং আসামি শামিমকে গ্রেপ্তার করা হয়। শামিমের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার মশরহাটী গ্রামে অভিযান চালিয়ে ৩নং আসামি তারেক কাজীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সহযোগিতা করেন এসআই নাসির উদ্দিন, এএসআই তরিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১১ মে সোমবার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মোয়াল্লেমতলা এলাকায় মিল শ্রমিক শেখ আতিয়ার রহমান ওরফে আতাইকে (৫৭) তাঁর নিজ বাড়ির সামনে কুপিয়ে আহত করে চিহ্নিত সন্ত্রাসীরা। ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরে নিহতের স্ত্রী বাদি হয়ে মোয়াল্লেমতলা এলাকার লিমন, তারেক কাজী, শামিম, মুন্না সহ কয়েকজনের নামে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত আতাই ২০১৪ সালে নিশান হত্যা মামলার আসামি ছিলেন।