ঢাকাসোমবার , ১৩ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ মে ২০২৪, ৫:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

রাজশাহী নগরের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিটি করপোরেশন আয়োজিত সংবাদ সম্মেলন এসে সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিয়াউল হক। বৃহস্পতিবার দুপুরে অতিথি হিসেবে তিনি সংবাদ সম্মেলনে যোগ দেন। এতে রাজশাহীর গণমাধ্যমকর্মীরা ছাড়াও সুধীজন ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মেয়রের পাশে বসা ছিলেন আরডিএ চেয়ারম্যান। নগরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিপণিবিতান আরডিএ মার্কেট নিয়ে প্রথমেই সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান।

আরডিএ মার্কেট নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আরডিএ চেয়ারম্যান জিয়াউল হক বলেন, অপরিকল্পিত ভাবে আরডিএ মার্কেট গড়ে উঠেছে। তিন তলার অনুমোদন থাকলেও চার তলা করা হয়েছে। এর পর আবার পাঁচতলা করার চেষ্টা করা হয়েছিল সেটি বন্ধ করা হয়েছে। ফলে এ মার্কেটটি অত্যান্ত ঝুকিপুর্ন বলে চিহ্নিত হয়েছে। কারণ এখানে দুই হাজার ১০০ দোকান রয়েছে। সেখানে প্রতিদিন দোকানের মালিক কর্মচারি থাকেন প্রায় আট হাজার। এছাড়াও তো ক্রেতারা আছেন। তবে ঝুকি কিভাবে এড়ানো যায় তা নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, ওখানে বহুতল ভবন করারও পরিকল্পনা আরডিএর রয়েছে। এ জন্য প্রায় এক হাজার কোটি টাকা প্রয়োজন। কিন্তু আরডিএর এতো টাকা নেই। ব্যবসায়ীরাও আর টাকা দিতে চান না। কারণে তারা আগেই টাকা দিয়ে দোকানগুলো নিয়েছেন।

আরডিএ চেয়ারম্যানকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘অনেক সময় প্রতিবেদনের প্রয়োজনে আরডিএ কর্তৃপক্ষের বক্তব্যের প্রয়োজন হয়। কিন্তু আরডিএ কার্যালয়ে গেলে বা ফোন করলে জবাব আসে, ওপরের দপ্তরের নিষেধ আছে। কেন সবাই বলেন, চেয়ারম্যান সাহেবের নিষেধ আছে? আপনিও কেন দেখা করেন না?

জবাবে চেয়ারম্যান বলেন, ‘এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগত প্রশ্ন।’ তখন অন্য সাংবাদিকে একসঙ্গে বলতে থাকেন, এটা ব্যক্তিগত প্রশ্ন নয়। ব্যক্তিগত বিষয় আপনাদের থাকতে পারে, সাংবাদিকদের নয়।

এ সময় আরডিএ চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকেরা দেখা পান না, এ কথা বোধ হয় সঠিক নয়। প্রতিদিনই চার-পাঁচজন সাংবাদিক আমার কাছে আসেন।’ তখন সাংবাদিকেরা জানতে চান, তাঁরা আসলে কারা, তাঁদের পরিচয় জানতে চাই…। এ সময় মাইক্রোফোন হাতে নিয়ে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলতে থাকেন, ‘এটা সিটি করপোরেশনের প্রেস কনফারেন্স। আপনারা এ বিষয়ে কথা বলেন। আপনারা প্রশ্ন করেন। প্রেস কনফারেন্স শেষ করেন।’ এরপরও সাংবাদিকেরা কথা বলতে থাকেন।

পরে আরডিএ চেয়ারম্যান বলেন, ‘ব্যক্তিগতভাবে আপনি বা অন্যরা যাননি। কিন্তু আমি বলেছি, প্রতিদিনই আমার কাছে পাঁচ বা ছয়জন সাংবাদিক ভাই আসেন। আপনারা এলে এটা দেখাতে পারব। আমি একজন সিভিল সার্ভেন্ট। আমি কিন্তু জনপ্রতিনিধি নই। জনপ্রতিনিধিরা আপনার সঙ্গে যেভাবে কথা বলতে পারেন, আমি কিন্তু সরকারি কর্মচারী হিসেবে সেভাবে কথার বলার জন্য ক্ষমতাপ্রাপ্ত নই।’

তখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি আরডিএর চেয়ারম্যান। সেখানকার প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে…। আপনি দুর্নীতি না করলেও আপনার অধস্তন একেবারে পিয়ন, দারোয়ান পর্যন্ত যাঁরা দুর্নীতি করছেন, তাঁদের ব্যাপারে কে কথা বলবে?’ জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমি কিন্তু বলিনি, আমি জবাব দেব না।

আপনাদের যেকোনো তথ্যের জন্য ওয়েলকাম। আমি টিভি ক্যামেরার সামনে কথা বলার রেসট্রিকশন দিচ্ছি। একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আমি কথা বলতে পারি না। আজকে বলছি, কারণ এখানে মেয়র মহোদয় আছেন। ক্যামেরার সামনে কথা বলা ছাড়া আপনারা যেকোনো তথ্যের জন্য আসতে পারেন। আমি আপনাকে তথ্য দেব।’

তখন সাংবাদিকেরা সমস্বরে কথা বলতে থাকলে জনসংযোগ কর্মকর্তা মাইক্রোফোন চালু করে বলতে থাকেন, ‘এ বিষয়ে আপনারা পরে আলোচনা করে নিয়েন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।’

এ সময় তথ্য অধিকার নিয়ে কথা বলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, তথ্য অধিকার আইনে তথ্য জানতে চাইবেন, তথ্য দিতে বাধ্য। এর পর সংবাদ সম্মেলনটি শেষ ঘোষণা করেন মেয়র।

210 Views

আরও পড়ুন

চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি আশেক গ্রেফতার

শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জমি বিরোধের জের
চকরিয়ায় শালিসি বৈঠকে হামলায় গুরুতর আহত-২

খুটাখালী ঢাবিয়ান পরিবারের উদ্যেগে “শীতবস্ত্র” বিতরণ

মধ্যনগরে বি পি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত ৪ বসতঘর, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

শান্তিগঞ্জে উদীচী’র দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি শ্যামল, সম্পাদক জয়ন্ত

চাঁবিপ্রবিতে  বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গেফতার বিক্ষোভ 

সীমান্তে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ