সাফওয়ান আল আজিজ,শহর প্রতিবেদক :
কক্সবাজার শহরের টমটম সংগঠনের একাংশের টমটম শ্রমিক নেতা রুহুল কাদের মানিকের সাথে শ্রমিকদের বিরোধে টমটম চলাচল বন্ধ।
শনিবার সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে কিছু লোকজন টমটম চলাচলে বাধা দিচ্ছে। এতে সকাল সাড়ে ৯ থেকে কোন টমটম চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
টমটম চালকদের অভিযোগ,টমটম শ্রমিক নেতা রুহুল কাদের মানিকের লালিত কিছু লোকজন টমটম চলাচলে বাধা দিচ্ছে।
বাংলাদেশ টমটম শ্রমিক সোসাইটির কক্সবাজার জেলা সভাপতি রিয়াজ মোরশেদ জানান,রুহুল কাদের মানিক নামে এক ব্যক্তি টমটম শ্রমিক সংগঠনের নাম দিয়ে টমটম শ্রমিকদের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা গতকাল শুক্রবার কক্সবাজার শহরে মানিকের বিরুদ্ধে মিছিল করে। এতে ক্ষুব্ধ হয়ে কাদের মানিকের লোকজন বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১0 জন আহত হয়েছে।
এরপরও তার লোকজন দিয়ে শনিবার সকাল থেকে কক্সবাজার শহরে কথিত ধর্মঘটের ডাক দেয়। সাধারণ টমটম চালক রাস্তায় টমটম নিয়ে বের হলে বাধা সৃষ্টি করে মানিকের লোকজন। হামলাকারীরা শহরের বাস টার্মিনাল আলিরজাঁহাল বিজিবি ক্যাম্প হাসেমিয়া মাদ্রাসা, কলাতলীর বিভিন্ন পয়েন্টে গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। এমনকি এখন পর্যন্ত অন্তত আটটি টমটম গাড়ি তারা ভাঙচুর করেছে বলে সূত্রে জানা যায় ।
এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, শহরে টমটম চলাচলে বাধা প্রদানের বিষয়টি আমি অবগত হয়েছি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।