ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

মঞ্চ ও টেলিভিশন ব্যক্তিত্ব রহমত আলীর সাথে সাক্ষাতকার–“জানা–অজানা”

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ অক্টোবর ২০১৯, ২:৩৬ অপরাহ্ণ

Link Copied!

–সাক্ষাৎকার গ্রহণে মোঃ রাজিব হোসেন, স্টাফ রিপোর্টার নিউজ ভিশন ৭১

নিউজ ভিশনঃ স্যার, অভিনয়ে আসার অনুপ্রেরণা বা সূচনা কোথা থেকে??

রহমত আলীঃ আমরা যৌথ পরিবারে বসবাস করতাম। আমার মা নামাজ পড়ার পাশাপাশি আমার স্কুল জীবনের অভিনয় নিয়মিত দেখতো এবং উপভোগও করতো সে হিসেবে আমার পরিবার কেই অনুপ্রেরণার জায়গা বলতে পারি।

নিউজ ভিশনঃ অভিনেতা হিসেবে পরিবার আপনাকে কিভাবে গ্রহণ করেছে?

রহমত আলীঃ পরিবার আমাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে।আমার স্ত্রী ( ওহেদা মল্লিক জলি) অভিনয়ের সাথে সম্পৃক্ত,এমনকি আমার দুই ছেলেও অভিনয় করে । অতএব এখানে কেউ অসন্তুষ্ট নয়,ভালো ভাবে গ্রহণ করেছে।

নিউজ ভিশনঃ মঞ্চ নাটকে আসা কিভাবে আর আপনার প্রথম মঞ্চ নাটক কোনটি?

রহমত আলীঃ আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম তখন আমার গুরু তোফাজ্জেল হোসেনের দিকনির্দেশনায় স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে “কেদার মাস্টার” শিরোনামে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করি।

নিউজ ভিশনঃ স্যার,আপনি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন এখানে কিভাবে আসলেন আর টেলিভিশনের প্রথম কোন নাটক করেছিলেন ?

রহমত আলীঃ আমি দীর্ঘ দিন ধরে মঞ্চ নাটক করছি এমন কি নাটক শেখার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ৬ বছর অধ্যায়ন করেছি।বাংলাদেশে প্রথম টেলিভিশন নাটক করেছিলাম “বিবাহ বিভ্রাট”।

নিউজ ভিশনঃ বর্তমান নাটককে কিভাবে দেখছেন পূর্বের মতো নাটক জনপ্রিয়তা না পাওয়ার কারন কি মনে করছেন?

রহমত আলীঃ এখন যে ভালো নাটক হচ্ছেনা তা বলবোনা কিন্তু ভালো নাটকের সংখ্যা খুবই কম।
বর্তমান নাটকে নায়ক/ নায়িকার প্রাধান্য বেশি দেওয়া হয়, যৌথ পরিবার নিয়ে কাজ হয়না বললেই চলে।

নিউজ ভিশনঃ স্যার আপনি চলচ্চিত্রে বেশ কিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তাও পেয়েছেন কোন লেখকের দিকনির্দেশনায় কাজ করতে ভালো লাগে?

রহমত আলীঃ এক কথাই হুমায়ূন আহমেদ স্যার।
আমার মতো একজন নগন্য ব্যক্তিকে মাথায় রেখে একটা চলচ্চিত্র করলেন (নয় নম্বর বিপদ সংকেত) এবং স্যারের “শ্যামল ছায়া” ছবিতে অভিনয় করেছি। এছাড়া মতিন রহমানের “রাক্ষুসী” ছবিতে অভিনয় করেছি, ইত্যাদি ইত্যাদি ।

নিউজ ভিশনঃ শিক্ষকতা জীবনকে কতটুকু উপভোগ করছেন ?

রহমত আলীঃ আমি যখন অভিনয়ে আসি কখনো ভাবিনি ঢাবিতে শিক্ষকতা করবো কিন্তু কাজ করতে করতে মনে হলো পড়ার পাশাপাশি পড়ানোটা তো মন্দ নয় সে সূত্র ধরে শিক্ষকতায় আসা ।
এবং এখানে খুব উপভোগ করি।

নিউজ ভিশনঃঃ স্যার,ভবিষ্যৎ প্রজন্ম যারা অভিনয়ে আসতে চাই তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন?

রহমত আলীঃ আসলে অভিনয়টা যতটা সহজ ভাবা হয় অতটা সহজ না।দুইটা ডায়লগ শিখলেই অভিনেতা হওয়া যায়না। অভিনয়ের জন্য শুদ্ধ উচ্চারণ,গান, নৃত্য শেখাটা খুব জরুরি।তাছাড়া ভালো অভিনয় শিখতে হলে মঞ্চ থেকেই শিখে আসতে হবে।

নিউজ ভিশনঃ ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।

রহমত আলীঃ তোমাকেও ধন্যবাদ।

252 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা