ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

করোনার ইতিবাচক দিকগুলোও জানতে হবে।

প্রতিবেদক
নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২০, ৯:০৯ অপরাহ্ণ

Link Copied!

-হাবিবুন নাহার মিমি

‌বিশ্বজুড়ে মহামারি করোনার করাল থাবা, ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে মৃত্যু। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় প্রায় সকলেই চার দেয়ালে আবদ্ধ। কোয়ারেন্টাইন, লকডাউন,মাস্ক এ শব্দগুলো এখন মানুষের নিত্য সঙ্গী। তবে এত সব ক্ষতির ভিড়েও করোনা আমাদের ইতিবাচক অনেক কিছুই শিখিয়েছে।

স্মার্টফোনের স্মার্ট হই!
করোনাপূর্ব সময়ে স্মার্টফোনের ব্যবহার ছিল সীমিত। স্মার্টফোনের ব্যবহার বলতে বেশির ভাগ মানুষই বুঝতো কথা বলা, গেম খেলা আর ফেসবুক-ইমু। কিন্তু এই করোনা মহামারী আমাদের শেখানো এই স্মার্টফোন দিয়ে এসব ছাড়াও আরো অনেক কিছু করা যায়। আমরা এখন স্মার্টফোনেই সারছি বিদ্যুৎ/গ্যাসের বিল জমা দেওয়া, কেনাকাটা, লেখাপড়া, বিনোদন আরো কত কি! প্রায় সব কাজই ঘরে বসে মুহূর্তের মধ্যেই স্মার্টফোনের স্মার্ট পদ্ধতিতে সম্পন্ন করতে পারছি।

স্বাস্থ্যের প্রতি নজর!
করোনা ভীতিতে মানুষ এখন স্বাস্থ্যের প্রতি খুবই যত্নবান হয়ে উঠেছে। অগোছালো আর আত্মভোলা মানুষও এখন দু’ঘন্টা পর পর হ্যান্ড স্যানিটাইজারে হাত ধুচ্ছে, বাইরে বেরোলেই মাস্ক,গ্লাভস নিত্যসঙ্গী। পকেটে থাকছে একটা মিনি হ্যান্ডওয়াশ। অথচ করোনাপূর্ব সময়ে এসব ভাবনা ছিল হাসির খোরাক।

প্রযুক্তির সাথে সখ্য!
যেসব কাজ অনলাইন-অফলাইন দু’ভাবেই করা যায়, আগে তা অফলাইনে করতেই বেশি পছন্দ করত লোকে। কিন্তু এখন বাধ্য হয়ে হলেও প্রযুক্তির সাথে ঘনিষ্ঠতা বাড়ছে। যেমন ধরুন বাস ট্রেনের টিকিট কাটার কথা। অনলাইনে টিকিট কাটা গেলেও আগে লোকজন সশরীরে টিকিট কাটাকেই বেশি পছন্দ করত। ঈদের ছুটিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাওয়া টিকিটকে সবেধন নীলমনির মতো আগলে বাড়ি ফেরার মাঝে কাজ করতো অন্যরকম ভালোলাগা। অথচ এখন ঘর থেকে বেরোতেই দ্বিধা,জড়তা। লাইনে দাঁড়ানোর তো প্রশ্নই আসে না!
তাছাড়াও আছে টাকা-পয়সা লেনদেনের ব্যাপারটা টাকা-পয়সা লেনদেনের ব্যাপারটা। হাতে হাতে লেনদেনের চেয়ে এখন অনলাইন লেনদেনই মানুষের অধিক প্রিয়।

বাড়ছে পারিবারিক সৌহার্দ্য!
পড়াশোনা, ব্যবসা আর চাকরির ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না তেমন তেমন। করোনার এই ঘরবন্দী সময়ে পরিবারের সাথে সময় কাটানোর সুবর্ণ সুযোগ এসেছে হাতে। মা-বাবার শরীরের খোঁজ নেয়া, ছোট ভাই-বোনদের পড়াশোনার তদারকি ইত্যাদি কাজ গুলোর মাধ্যমে বেড়েছে পারিবারিক সৌহার্দ্য ও সম্প্রীতি।

খানিক ছুটি!

একঘেয়ে আটটা-পাঁচটা অফিস বা ক্লাস, ল্যাব, এসাইনমেন্টের ইঁদুর-দৌড়ের যাঁতাকলে মানুষ যখন পিষ্ট হচ্ছে, ঠিক তখনই অনির্ধারিত ছুটি হয়ে হয়ে এলো করোনাকালীন লকডাউন। ব্যস্ত রুটিনে হাঁপিয়ে ওঠা মানুষ পেলো দম ফেলবার একটু ফুরসত।

নিজেকে সময় দেয়া!
ব্যস্ততা অবিরাম। অফিসের কাজ হোক বা পড়াশোনা, নিজেকে দেয়ার জন্য সময় নেই কারোরই। অবসর সময় কাটে অফিসের কলিগ বা ভার্সিটির বন্ধুদের সাথে আড্ডায়।করোনা এখন আমাদের হাতে এনে দিয়েছে অফুরন্ত সময়। নেই কাজের ব্যস্ততা বা পড়াশোনার চাপ। সময়টা একান্তই নিজের।

আত্মোন্নয়ন
!
লকডাউনে জনজীবন যেনো স্থবির হয়ে গেছে। সবকিছু হয়ে গেছে নিশ্চল কিন্তু বুদ্ধিমানরা বসে থাকে না না।বোরিং এই সময়টাকে কাজে লাগাতে উঠেপড়ে লেগেছে তারা। কেউ শ’য়ে শ’য়ে বই পড়ে রেকর্ড গড়ছে কেউবা অনলাইনে ফ্রী কোর্স খুঁজে নিয়েছে। আবার কেউ কেউ গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ইত্যাদির স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট টপিকে দিচ্ছে নজর।

শখের কাছে ফেরা!
খুব যত্নের বাগানটায় আগাছা জন্মেছে। নজর দেয়ার সময় হয়ে ওঠে সময় হয়ে ওঠে না। অলস দুপুরে বসে বসে ফোন স্ক্রলিং করার সময় চোখে পড়লো শখের বাগানটার জীর্ণ দশা। তখনই লেগে পড়া বাগানের কাজে। ক্লান্তি, অবসাদ কোথায় মিলিয়ে গেলো। কদিন যেতেই বাগানের সবুজ সতেজ গাছ গুলো দেখে জুড়িয়ে গেল প্রাণ। নিঃসঙ্গ সময় পার করতে পুরনো আঁকার শখটা ফিরে এসেছে আবার। সাদা ক্যানভাসে ভরে উঠছে তুলির রঙিন আঁচড়ে। কখনো ইউটিউব দেখে ঘর সাজানোর নানা জিনিস বানানো। পুরনো শখটাকে আরেকবার ঝালাইয়ের সুযোগ করে দিল করোনা।

ঘুমিয়ে থাকা শিশুর পিতা উঠেছে আজ জেগে!

চিরচেনা বন্ধুদের ভেতর যে এতো এতো বিচিত্র প্রতিভা লুকিয়ে আছে তা জানা ছিল না রাফির। কেউ কবিতা লিখছে, কেউ অনলাইন বিজনেস, কেউ হয়ে গেছে ছোটখাটো উদ্যোক্তা। বন্ধুদের থেকে অনুপ্রেরণা পেয়ে পুরনো লেখার অভ্যাস টা ঝালাই করতে চাইল রাফি। সপ্তাহ খানেক পর এক দৈনিক পত্রিকায় নিজের ছবির পাশে নিজের লেখা কলাম দেখে খুশিতে বাকহারা হয়ে গেলো সে। সেই থেকে শুরু। এখন দু’দিন পরপরই বিভিন্ন পত্রিকায় তার লেখা আসছে। করোনার লকডাউনের এসময়টা খুঁজে বের করেছে এমন হাজারো রাফিকে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটছে অভাবনীয়ভাবে।

প্রভুর কাছে ফেরা!
শৌর্যে,বীর্যে শ্রেষ্ঠ মানুষ
করছে শুধুই হাহাকার,
অদৃশ্য কেউ যেন বলছে ডেকে
বলো আজ রাজত্ব কার!

করোনা মানবজাতির মূলে এক জোর ধাক্কা দিয়ে বুঝিয়ে দিল বাপেরও বাপ আছে। নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার মুহূর্তে পাল্টে গেল মৃত্যুর আতঙ্কে। বিফল মনোরথ হয়ে মানুষ দলে দলে ছুটে চলল অসীম ভরসার আবাসস্থল স্রষ্টার দিকে। করোনা মহামারী মানুষকে অনুধাবন করিয়েছে স্রষ্টার অপার ক্ষমতা। তিনি যেন বলছেন,” অতএব হে চক্ষুষ্মানেরা! তোমরা শিক্ষা গ্রহণ করো।”

গতিই জীবন, স্থিতিতে মৃত্যু!

করোনা মহামারী হঠাৎ যেন পুরো বিশ্বকে নিশ্চল করে দিল। হাজারের পর লাখও ছাড়ালো আক্রান্ত-মৃত্যুর পরিসংখ্যান। একটুক্ষণ স্থবির হয়ে থাকল হয়ে থাকল বিশ্ব। তারপরই চলতে শুরু করল নিজ গতিতে।চলছে ক্রিকেট,ফুটবল,নির্বাচন, শেয়ারবাজার।থেমে নেই দোকানপাট, চেনা সেই ব্যস্ততা। থামার কোনও জো নেই, চলতেই হবে।অবিরাম গতিময়তা আমাদের শিখিয়েছে অভিযোজন ক্ষমতা।পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে তাই মানুষ ছুটে চলছে আবার।ঘুরে দাঁড়াচ্ছে,উঠে দাঁড়াচ্ছে। কেউ চায় না পিছিয়ে থাকতে।
করোনার শুধু নেতিবাচক দিক টাই আমরা দেখি।কিন্তু প্রত্যেকটা জিনিসের মতোই এরও রয়েছে রয়েছে ইতিবাচক কিছু বিষয়।যেদিকগুলো অনুসরণ করলে আমরাও খুঁজে পাবো নতুন উদ্যম।

627 Views

আরও পড়ুন

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত